কেন আমাকে ভুলে যেতে বল তোমাকে, তোমাকে নিয়ে আমার স্বপ্ন বিলাসী দিন আর নিরন্ন প্রহরচেরা প্রথম বসন্ত দুপুর নির্জনতা ভেঙে আমাদের চোখে হয়েছিল কালবৈশাখের ঝড় I কিভাবে ভুলে যাব বলো ডায়রির ছেঁড়া পাতায় তোমার প্রথম চিঠি - লিখেছিলে, "ভালবাসি I" কি করে ভুলে যাই বলো তোমার প্রথম ছোঁয়া মরাল গ্রীবার নারী মনে পড়ে স্মিতহেসে বলেছিলে, "ভুলে যাবে কি আমায়?" কত রাত কেটেছে দুজনায় চুপচাপ পাশাপাশি ক্রিসেন্ট লেকের ধারে হাত ধরে হেটে চলা কি এক মুগ্ধতায় সময়কে পিছে ফেলে । বলো, এত সহজেই কি সব ভুলে যাওয়া যায় ? অনন্ত প্রহর অপেক্ষায় থাকা আমার ক্লান্তহীন চোখ আজও অপেক্ষায় থাকে তোমার পথচলা পথে অপার আশায় বুকের গহিনে গড়ে ভালবাসার সফেদ মিনার । তবুও যদি হয় ভুলে যেতে ভুলে যাব কষ্টের নীলাভো মেঘ বুকের গহিনে জমিয়ে জমিয়ে জল করে শুষে নেব স্বপ্নের গহিনে আর স্মৃতিগুলো উড়িয়ে আকাশে হয়ে যাব এক নিঃসঙ্গ বাউল I
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।