আমাদের কথা খুঁজে নিন

   

১০ নাম্বারে ব্যাটিং করে সর্বোচ্চ রানের অধিকারি এখন আমাদের টাইগার আবুল । ঐদিকে আবার ব্যাটিং-এ দুই কাল্লু খতম ।

সামুর মডারেশন বোর্ডে ক্লিয়ারেশন থাকা দরকার। আজকে সকালে বেশিক্ষন আর টিকতে পারলো না বাংলাদেশ। ব্লগার মাহমুদডবি থুক্কু সহঅধিনায়ক মাহমুদুল্লাহ ! বেশিদুর কি দুই কদমই যেতে পারে নাই। আউট ৭৬ রানে। শেষ দিকে রুবেল মামাও জ্বলে উটার চেষ্টায় একটা ৪ মেরেছিলেন ।

আর ১ শতাব্দি পরে ১০ নাম্বারে ব্যাটিং -এ করাদের মধ্যে এখন সর্বোচ্চ রান টাইগার আবুলের ১১৩ । যা ভাংতে লাগবে আরোও এক শতাব্দি । অর্থাৎ আমগো নাতির আমলে ভাংলেও ভাংতে পারে । অবশ্য ক্রিকেটে যদি খেলোয়াড় সংখ্যা ১৫ জনে করা হয় তবে আরোও আগেই ভাংতে পারে। আর যদি নয়জনে করা হয় জীবনেও আর ভাংবে না ।

যাক এরই মধ্যে রুবেল মামা ও সোহাগ গাজির বোলিং তোপে দুই কাল্লু খতম । দানব মামা গেইল আর গত টেস্টে ব্যাক টু ব্যাক সেন্চুরিয়ান পাওয়েল মামা । ও ভালো কথা, দানব মামারে কিন্তু প্রথম টেস্টের মতো গাজি মামাই খাইছে । রান : ৪৯/২ ১৭ ওভার। ফলোঅন সেভ করতে এখনো লাগে ১৩৯ রান।

আশা করি ফলঅনে পড়বে । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।