আমাদের কথা খুঁজে নিন

   

সে আলো হোক বয়সন্ধি পেরুনো বালিকা.......

আমার খুব বন্ধু ঘাস জন্মাবে একটু পর ঠিক আমার পিঠ বরাবর। অনেকদিন একাকী থাকার পরে বৃষ্টি নামে ঘরে! কে রেখেছে ঘরের মধ্যে এভাবে ছড়িয়ে ছিটিয়ে ইদুর মারার যন্ত্র। মরার জন্য উৎসাহিত করতে ছড়িয়ে রেখেছে শিশুপান উপযোগীদুধ এভাবে কেনো করেছো দূষিত ! খাতা ,কাগজ ভরতি লিখে রেখেছো মরার মন্ত্র । ঈশ্বর জানালার শিক বেয়ে নেমে আসবে এখানে ,যীশু লাঠিভরে নেমে আসবে! কে লিখেছো আমার প্রেমিকার শার্টে এমন মরার মন্ত্র। ঝোলাভরতি করে রাখা মেয়েমানুষের সাজ ঠোঁটে -মুখে বিচিত্র স্বাদে যে প্রেম শিখাতে ,কোথায় আছো তুমি এমন নীল রোদ্দুরে? পাতায় রাখা ঘুম নিঃশব্দে পান করে কাকে দেখো মেঝে সিলিং এ তাঁকিয়ে থাকো তুমি । আলোনামার পরে তুমি আলো লিখছো আবার বুকের পরে সে আলোয় ভেসে যাক নক্ষরেরা সে আলো হোক বয়সন্ধি পেরুনো বালিকার

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।