বাঙলা কবিতা গোপনেই মরে যাচ্ছে কেউ কেউ অনিদ্রার পাখি তোমার অঞ্জলি কবে সূর্য হবে প্রতীক্ষাব্যাকুল হয়ে থাকি আমার পথের দিকে বিষকাঁটা গুপ্তত্রাস, এতো এতো ধুলো দিকভ্রমে ফিরে গেছে লতাগুল্মগুলো যেদৃশ্য মেঘের মধ্যে কল্পনায় ফোটে স্বপ্নের ভেতরে গড়ে নিসর্গ অমর বাস্তব স্বস্তিতে নেই মোটে বস্তুনিষ্ঠ দেখে যেতে চাই ঋতুভর তোমার অঞ্জলি থেকে ঝরে পড়ছে সুবাসিত আগামীর আলো বিষন্ন নিরালামেঘ অপসৃত সোনারেণু তন্তুরোদ ওই তো চমকালো!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।