আমাদের কথা খুঁজে নিন

   

কি বলা যায় এটাকে। (আমার কোন মতামত নাই)

আমি মুসলিম ঘরের ছেলে। ইসলাম বিশ্বাস করি, মানি। তবে ধর্ম নিয়ে বাড়াবাড়ি পছন্দ করিনা। যাই হোক, মূল প্রসংঙ্গে আসি। ফেবু এমনকি ব্লগেও দেখা যায় গরুর মাংসে, গাছে, পাথরে "আল্লাহু" লেখা থাকে।

ব্যাপারটা কেমন যেন লাগতো আমার কাছে। আমার বিশ্বাস, আল্লাহ আছে। কিন্তু মাংসে, পাথরে এভাবে কেন লেখা থাকবে সেটা বুঝিনা। বিশেষ করে এত ফেইক ছবি থাকে যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা-সেটা বোঝা দায়। এই কুরবানী ঈদের পরদিন আমাদের কাজের বুয়া আম্মুকে বলল তার জামাই বাড়ি মাংস রান্না করার সময় একটা মাংস বারবার হাড়ির উপর ভেসে উঠছে।

কিছু বুঝতে না পেরে, তারা মাংসটা তুলে দেখল, সেখানে "আল্লাহু" লেখা। স্বাভাবিকভাবেই আম্মু আমাকে কথাটা বলায় ব্যাপারটা নিয়ে হাসাহাসি করলাম। বললাম, বুয়াকে বলো, মাংসটা নিয়ে আসতে। আগে দেখিতো? পরদিন বুয়া মাংসটা এনে আম্মুকে দিল। দেখলাম, ছবি তুললাম, আপনাদের সাথে শেয়ার করলাম।

আমার কোন মতামত নাই, শেয়ার করা উচিত, করলাম। আগেই বলেছি, আমি ধর্মান্ধ না। তবে, ধর্মে বিশ্বাসী। এরকম ঘটনা আগেও বহুবার শুনেছি। কিছুদিন আগে একজন ব্লগার এই ধরনের একটা পোষ্টও দিয়েছিল।

এবার চোখে দেখলাম। আপনারাও দেখুন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।