আমাদের কথা খুঁজে নিন

   

১১ বছরেও এমপিও ভুক্ত হয়নি উলিপুর মহিলা ডিগ্রী কলেজের বিএম শাখা : শিক কর্মচারী হতাশ।

যা সহজ মনে হয় তা কিন্তু সহজ না-নুরবক্ত/১২ ঋকুড়িগ্রাম জেলার উলিপুর মহিলা ডিগ্রী কলেজের ব্যবসা ব্যবস্থাপনা (বিএম) শাখা দীর্ঘ ১১ বছরেও এমপিও ভুক্ত না হওয়ায় প্রতিষ্ঠানটির বিএম শাখার শিক কর্মচারীরা চরম অর্থ সংকটে মানবেতর জীবন যাপন করছে। এমপিও ভুক্ত না হওয়ায় বর্তমানে চরম হতাশা বিরাজ করছে শিক কর্মচারীর মাঝে। কলেজটিতে ব্যবসা ব্যবস্থাপনা (বিএম) শাখা বাংলাদেশ কারিগরি শিা বোর্ডের অনুমোদন দিলেও এখন পর্যন্ত সরকারী বা অন্য কোন সহযোগীতার না পাওয়ায় শিা কার্যক্রমে উৎসাহ হারিয়ে ফেলছে। ৫জন শিক কর্মচারী নিয়ে বিএম শাখাটি বর্তমান শিা কার্যক্রম চলছে। ছাত্রী উপস্থিতি ও পরীার ফলাফলও সন্তোষজনক হলেও হয়নি শুধু এমপিও ভুক্ত।

কলেজটির বিএম শাখায় বর্তমানে ৯৩ জন ছাত্রী নিয়মিত কাশ করছে। এমপিও ভুক্তির েেত্র শিা মন্ত্রনালয় কর্তৃক যোগ্যতার সকল মাপকাঠি পুরণ করা সত্বেও এই প্রতিষ্ঠানের বিএম শাখায় কর্মরত শিক কর্মচারীরা বেতন ভাতা থেকে বছরে পর বছর বঞ্চিত হচ্ছে। নন-এমপিও ভুক্ত এই প্রতিষ্ঠানের বিএম শাখার শিক কর্মচারীরা নিষ্ঠার সাথে তাদের নিজ নিজ দায়িত্ব পালন করে যাচ্ছেন। আর আশার প্রহর গুনছেন, কবে তাদের এমপিওভুক্ত করা হবে। নারী শিা ও কারিগরি শিা বিস্তারের লে জরুরী ভিত্তিতে বিএম শাখাটি এমপিওভুক্ত করা প্রয়োজন বলে মনে করেন এলাকার শিানুরাগীগন।

@@@@@@@@@@@@ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।