বাঙলা কবিতা এ কক্ষে এখনও অন্ধকার বাইরে আলোকদৃশ্যে ফুটে উঠছে সকালবাগিচা প্রভাতঝোপের শাখে শিশিরপুষ্পিকাদল ঝাঁক ঝাঁক ঝাঁক ফুটে আছে রৌদ্রপ্রজাপতি এসে শুষে নিচ্ছে সে ফুলের মধু তোমার গৃহের দিকে ক্রমঅন্ধকার এসে বিদায় জানিয়ে যাচ্ছে রতিক্লান্ত সূর্যদেবতাকে ও কক্ষে ঘনাচ্ছে অন্ধকার দ্বিবিধ গোধূলি জানে এ-দূরত্ব অলঙ্ঘনীয়
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।