আমাদের কথা খুঁজে নিন

   

এসো দুজনে হই পূর্ণমানব

নারীবাদি তুমি উষ্মা করো না - পাবে না তুমি সম অধিকার। দাঁড়াবে তুমি একই সমতলে? তবে এসো হাত ধরো- তবুও অসম তুমি আমি। আমি পুরুষ, তুমি নারী ভুলি কি করে! পারলে নারী তুমি পুরুষ হও পারলে পুরুষ তুমি নারী হও। পারবে হতে? ক্ষ্যামা দাও তো এসব এখন - এসো পরিপূরক আমরা দুজন হয়ে যাই পূর্ণমানব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।