আমাদের কথা খুঁজে নিন

   

= হতাশ =

মহি পরে বর্ষে নগ্ন-বারি বরিয়াছে তাহা নর-নারী মাঝিহীন আজ যত তরি... হাসছে দাঁডায়ে নিরাশ দেখিয়া মানব হতাশ অশ্লিলতায় ভাসে গণপুরী জানেনা সে সত্য-ভুল বরেনা কো গন্ধফুল চলে সে ছদ্ম বেশে তুচ্ছ এ ক্ষণ দেশে । কার পেছনে এই তড়িঘড়ি ? দেখিয়া এই পররূপ তারি মাঝে হয় বিলুপ জানিনা- এ কোন জাতি হেরি..!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।