শুধু তোকে হাসাতে জোকার সেজেছি, আর তুই কিনা......। যে চোখেতে পেতাম খুঁজে দিগ্বিজয়ের স্বপ্ন
সেই চোখে কেন জল,
যার হাসিতে শূন্য হৃদয় পেত হাজার রত্ন
তার বুক ভরা অনল।
কি ভুলে তার জীবন খাতা লিখলে এমন ও বিধাতা
তোমার খেয়ালে হারিয়ে ছায়া সে, পুড়ছে নিরবধি...
দাও ভুলিয়ে তার দুঃখ স্মৃতি
বিধি, হোক তার কষ্ট ব্যথার ইতি
বিধি ,তার ভুলে হোক আমার ক্ষতি
বিধি, শোন মোর এই শুধু মিনতি। ।
তার হাসির সুর থেকে পাখি শিখত হাজার গান
তার পরশে সবুজ হত- ধূসর ময়দান
তার ছোয়াতে ভয় হতাশা যায় যে হয়ে ম্লান
আড্ডাগুলো তার অভাবে হারিয়ে ফেলে প্রাণ।
ফুল পাখির হবে অনশন, ফের যদি ভাঙে তার মন
তোমার ভুলে বনের ফুলে উড়বেনা প্রজাপতি...।
দাও ভুলিয়ে তার দুঃখ স্মৃতি...।
জীবন পথে হোঁচট খেলে সে বাড়াতো হাত
হাত ছুঁয়ে তার হত সোনা- অলঙ্কারের খাদ
আঁধার চিড়ে তার আকাশে উঠুক সুখের চাঁদ
দিক উঁকি ফের তার মনেতে আকাশ ছোঁয়ার সাধ।
তার শোকে চাঁদ হবে কালো, জোনাকিও দেবেনা আলো
তোমার ভুলে শোকের নীলে ভরবে এ প্রকৃতি...।
দাও ভুলিয়ে তার দুঃখ স্মৃতি...।
কবিতার পেছনের গল্পঃ
এটা আমার বান্ধবী সীমানাকে নিয়ে লেখা। খুবই হাসি-খুশি এই মেয়েটাকে আমি ভীষণ পছন্দ করি। হঠাৎ করেই ওর আব্বা মারা যান। শোক কাটিয়ে যেদিন ও ক্লাসে ফিরল, সেদিনও ও কাঁদছিল, ভীষণ কাঁদছিল। সেদিনই এই কবিতার প্রথম ১০ লাইন লিখি।
আমার আবেদন বোধ হয় বিধি শুনেছিল...!!! ও এখন সবসময় খুবই হাসি-খুশি থাকে...। । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।