আমাদের কথা খুঁজে নিন

   

অ আ আজকের লেখালেখি - ১৬০ (সেই ধানমন্ডির দীদা বেগম সুফিয়া কামাল)

কাঁদছো !! কান্নাতে তোমাকে দারুণ দেখায় ! আজকে সেই ধানমন্ডির দীদার চলে যাওয়ার দিন। আমার লেখালেখির একটা স্পৃহা এই মানুষটি। যিনি আমার মাথা ঢুকিয়ে দিয়েছিলেন রোজ কিছু কিছু লিখে রাখতে। আমি কাগজ কলমে লিখি না খুব একটা। কম্পিউটার যুগে এসে আমার কাগজ কলম বেকার হয়ে যাচ্ছে। আমার সেই প্রিয় দীদা বেগম সুফিয়া কামালের কথা আমি সারাজীবন ধরে মনে রাখছি। তাকে সম্মান করে আমার আজকের কবিতা: গভীর আপন অনুভব নিবিড় যোগসূত্র অদৃশ্য বন্ধনে, চলে যেতে দেখে গুল্মলতা আঁকড়ে ধরিয়ে দেই, তাও হাত ফসকে সমস্ত সম্পর্ক ছিন্ন হয় । দৃষ্টির অগোচরে থেকে নিয়ে মাথা নিচু করে হেঁটে হেঁটে মিলিয়ে যায় আলোকিত সেই ব্যক্তি, যেই মৃত্যুর পরে গম্ভীর আত্মীয়তা অমর উজ্জ্বল নক্ষত্র । ২০ ই নভেম্বর,২০১২ -------------------------------------------------------------------------------- লেখালেখি ৩৬৫ প্রজেক্ট ১৬০/৩৬৫

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।