আমাদের কথা খুঁজে নিন

   

আমি এক বাঙ্গালী

বাংলাদেশে বসবাস এর জন্য হোক আর বাঙলা ভাষায় কথা বলার জন্য হোক আমি একজন বাঙ্গালী। তবে খাটিঁ বাঙ্গলী কিনা তা আপনাদের বিবেচনার বিষয়। কারন বাঙ্গালীদের সাধারন যে গুনাবলী তার প্রধান দুটি গুন আমার ভিতর নেই। সেই বিশেষ দুইটি গুন হচ্ছে বাঙ্গালী ফাও পেলে আলকাতরাও খায় এবং হুজুগে মাতাল । আমার ভিতর এই গুন দুটি না থাকায় আপনারা আমাকে অনেকেই বাঁকা চোখে দেখতে পারেন তাতে আমি কিছু মনে করব না কারন এই গুন দুটি বাঙ্গলী জাতির অনগ্রসরের মূল কারন।

আমেরিকার সফল প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন তাঁর ছেলের শিক্ষার ব্যাপারে সচেতন ছিলেন তাই তিনি প্রধান শিক্ষককে অনুরোধ করেছিলেন যেন তাঁর ছেলে হুজুগে মাতাল না হয়। কিন্তু ৯৯% বাঙ্গালী হুজুগে মাতাল। নিজের বিচার-বুদ্ধি আছে কিন্তু তা ব্যবহার করবে না। প্রতিক্ষায় থাকে অন্যজন কি করে। কোন কিছুর ভুল-ত্রুটি বিবেচনার প্রয়োজন নেই অমুক করেছে তাই আমি করেছি।

আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে একটা মেয়াদান্তে সার্টিফিকেট প্রদান করে। এই সার্টিফিকেটধারী শিক্ষিত সমাজ তার শিক্ষাটাকে সঠিক কাজে ব্যবহার করতে জানে না। এখনও উচ্চ শিক্ষিতদেরকে ফুটপাতের ঔষধের উপর ভরসা করতে দেখা যায়। তারা ভূত-প্রেত বিশ্বাস করে। অনেক শিক্ষিত সমাজ সাধারণ বিষয়ে সঠিক ধারনা না রেখে ভুল তথ্য উপস্থাপন করে অন্যরা এদের উপর ভর করে হুজুগে মাতালের মতো ভুলের রাজ্য শাসন করে চলছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।