মিয়ানমার সফরকালে গতকাল সু চির সঙ্গেও বৈঠক করেন ওবামা। ইয়াঙ্গুনে সু চির বাসভবনে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবামা সু চির প্রশংসা করে বলেন, ‘তিনি শুধু নিজ দেশেই গণতন্ত্রের কিংবদন্তি নন, সারাবিশ্বেরই।’ ওবামা বলেন, ‘আজ যুক্তরাষ্ট্র ও মিয়ানমারের মধ্যে নতুন অধ্যায়ের সূচনা হলো।’ এ সময় সু চি বলেন, ‘আমাদের সতর্ক থাকতে হবে যে, আমরা যেন সাফল্যের মরীচিকায় মুগ্ধ না হই। জনগণের প্রকৃত সাফল্যের জন্য আমাদের কাজ করে যেতে হবে।’ সু চির বাসভবন ত্যাগ করার সময় শান্তিতে নোবেলজয়ী দুই নেতা একে অপরকে গভীরভাবে জড়িয়ে ধরে গালে চুমু দেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।