। । আজ এক মহান কাজ করিয়াছি ।
কলেজের পরীক্ষায় পেছনের বন্ধুকে একটা উত্তর দ্যাখাচ্ছিলুম । উত্তরটা একটা লুজ সীট এ ছিল ।
হঠাৎ ম্যাডাম উহা দেখিয়া ফেলিয়াছিলেন। ম্যাডাম এসে আমার লুজ সীট চিরদিনের জন্য নিয়া চলিয়া গেলেন । আমিও বিশেষ উচ্চ বাচ্চ না করিয়া উহা পুনরায় লিখিতে বসিলাম ।
এর পর অবশ্য ঐ লুজ সীটটা ফেরত দিতে চাহিয়াছিলেন । কিন্তু আমি উহা ফেরত লই নাই ।
আমার মন অনেক বড় ,,,,, " যাহা দিলাম তাহা উজার করিয়াই দিলাম । অধিকার ছাড়িয়া দিয়া অধিকার রাখিতে যাইবার মত এমন বিড়ম্বনা আর নাই । । । " ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।