আমাদের কথা খুঁজে নিন

   

।। টেবিল ও টেবিল-টেনিস ।।

বাঙলা কবিতা ------------ [বিষাদ আব্দুল্লাহ, তোমার আব্দার রাখতেই হলো...] ------------ খুব সম্ভব পরের বার জিতবে, এ যাত্রায় হেরে যাচ্ছো তুমি দুই পকেটভর্তি পিংপং বল, মারছো নিপুণ দক্ষতায় কিন্তু টেবিল চিনছে না কোনও বলই পয়েন্ট হারাতে হারাতে হাস্যকর তোমার এই পরাজয় একটু আগেও বসেছিলে লেখার টেবিলে দুমড়ানো মোচড়ানো কাগজে উপচে পড়লো আবর্জনার ঝুড়ি অথচ ফুটলো না কোনওই উদ্বোধনী পঙক্তি সে্ই সংশয়বাদি মুহূর্তে ফুরিয়ে যাচ্ছিলো আনকোরা কাগজ আর বার বার আটকে যাওয়া কলমের শত্রুতা তোমারই অধৈর্যের প্রতিবিম্বে মূর্ত কাব্যচ্যুত এই রচনাবিফল প্রহর তো সেই ভাবিদিনের কলমপ্রতিভূ আগামীর পৃষ্ঠাজুড়ে যে লিখে দিলো তোমারই অব্যর্থ নাম! প্রবাদ ও জনশ্রুতি নয়__ কোনও একদিন তোমার জীবনটাই হয়ে উঠবে মহাকাব্যের স্বাতন্ত্র্য --------------

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।