জীবনটা যদি ভুলের ভুলেই কেটে যেত তবে মন্দ হতো না !!!!
খালেক : ভাই লাশের সংখ্যা আরো অনেক বেশি। এখানে কোন লুকোচুরি আছে।
মালেক : কেন ভাই, ওখানেতো দিনরাত ২৪ ঘন্টা সাধারণ মানুষ আছে। মিডিয়া আছে। লাশ উদ্ধার করে নির্দিষ্ট যায়গায় নিয়ে আসা হচ্ছে।
সেখানে পরিসংখ্যান সংরক্ষণ করা হচ্ছে। তারপর আবার তথ্যায়ন করেই স্বজনদের লাশ বুঝিয়ে দিচ্ছে। আপনার সন্দেহটা কেন?
খালেক : না ভাই, তবুও আমার ধারনা লাশের সংখ্যা অনেক বেশি।
মালেক : আপনার এমনটি মনে হওয়ার কারণ?
খালেক : জানি না ভাই। আমার খালি মনে হচ্ছে লাশের সংখ্যা অনেক বেশি।
মালেক : আচ্ছা বলেন, কত মানুষ মারা গেলে আপনি খুশি হবেন?
খালেক : এইটা কী বললেন, আমি কেন খুশি হবো?
মালেক : যেভাবে বেশি বেশি লাশ কামনা করতেছেন, আমারতো তাই মনে হয়।
খালেক : আচ্ছা তাহলে আপনি প্রমান দেখান যে লাশের সংখ্যাটা সঠিক।
মালেক : আমিতো ভাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের রাখা তথ্য অনুযায়ী মিডিয়ায় প্রকাশিত খবর থেকে বলেছি।
খালেক : শোনেন ভাই, কারো মুখের কথা বিশ্বাস করতে নাই। লাশের সংখ্যা আরো অনেক বেশি।
এটাই সত্য।
মালেক : হ ভাই, যারা উদ্ধারকাজ চালাচ্ছে তাদের মুখের কথা বিশ্বাস না করে আপনার পশ্চাৎদেশ দিয়ে বের হওয়া বিশ্বাস করবো। তাই না?
আমাকে FACEBOOK পেতে View this link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।