আমাদের কথা খুঁজে নিন

   

প্রজেক্টঃ লেজার প্রিন্টার ক্রয় (টেকি ভাইজানেরা আওয়াজ দেন গো...)

এই ব্লগবাড়ি ব্লগারের মতই ছন্নছাড়া । হুটহাট যা লিখতে ইচ্ছা করে, লিখে ফেলা হবে। বেশি ভাবাভাবির সময় নাই। ইঙ্কজেট হলে চোখ বন্ধ করে ইপসন টি১৩ নিয়ে নিতাম। লেজার প্রিন্টার বিষয়ে আমার জ্ঞ্যান শূন্যের কাছাকাছি ইঙ্কজেটের বদলে লেজার প্রিন্টার কিনতে চাওয়ার একহালি কারণঃ ১।

শুধু সাদাকালো টেক্সট প্রিন্ট করব। লেজারের ঝকঝকে প্রিন্ট ভালাপাই ২। অনিয়মিতভাবে ব্যবহার করলেও কালি শুকানোর ভয় নাই ৩। এককালীন কিছু বেশী টাকা গেলেও আখেরে প্রোডাক্ট লাইফ বেশ ভালো ৪। ম্যালাদিনের শখ তাছাড়া আগের তুলনায় দামও অনেক কমেছে।

সমস্যা?: সমস্যার শুরু প্রিন্টারের সাথে দেওয়া টোনারের কালি শেষ হয়ে যাওয়ার পর। নতুন অরিজিনাল টোনার কিনে ব্যবহার করতে গেলে পথে বসতে হইবেক! মাত্র ২০০০ পেজের টোনারের দাম এভারেজে ৫ হাজার চাইনিজ টোনার এর অর্ধেক দামে পাওয়া গেলেও ভিতরে কালির পরিমাণও অর্ধেক। যেই লাউ সেই কদু হাতুড়ে বুদ্ধিঃ নিলক্ষেতে মাত্র ৪০০ টাকায় লেজার প্রিন্টারের পাউডার কালি পাওয়া যায় যা খালি টোনারের ভিতর ঢেলে ঘুটা দিয়ে (রিসেট) সিস্টেম করে নিতে হয় এরপর ঐ রিসেট করা টোনার দিয়ে নাকি হাজার পেজ পর্যন্ত প্রিন্ট করা যাবে! কেমনে কি?! নিলক্ষেত আর গাউসুল আজম মার্কেটে প্রতি পেজ মাত্র ২টাকায় প্রিন্টের রহস্য তাহলে কি এই?! এখন প্রশ্ন হলঃ ১। এইরকম দুইনম্বুরি পথে গেলে প্রিন্টারের ওয়ারেন্টি ইনভ্যালিড হয়ে যাওয়ার কথা। সস্তা কালি ব্যবহারের কারনে প্রিন্টারের হেড/সেন্সর বসে পড়বেনা তো আবার? ২।

হেডের ক্ষতি না হলেও গোটা টোনারটাই পুরোপুরি অকেজো হয়ে যেতে পারে। তাইনা? সেক্ষেত্রে নতুন টোনার কেনা ছাড়া গতি থাকবেনা ৩। সফটওয়্যার রিসেটের সাথে সাথে কি হার্ডওয়্যারও রিসেট করতে হয় নাকি? গিয়ার/রোলার পরিবর্তন করাটা কি জরুরী? সবশেষে মডেল? আমার স্বল্প বাজেটের ভেতর আছে এই নিচের চারটাঃ ব্রাদার HL-2130- ৫,৩০০টাকা, ইপসন M1200- ৫৫০০টাকা, স্যামসাং ML-1866 - ৬,২০০টাকা, ক্যানন LBP-6000- ৭,০০০টাকা। অভিজ্ঞ ভাইজানরা দয়া করে আওয়াজ দেন গো... এই অধমরে হেল্পান প্লিজ  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।