আমার চোখে ঠোটে গালে তুমি লেগে আছো !! তোমার জন্য কেবল অপেক্ষাই করে গেলাম ! পুরো দুইটি দিন ! যেন কেবলই দুটিদিন না ! কখনও কি অপেক্ষা করেছ আমার জন্য ! অথবা আমার ফোনের জন্য ! একটি ঘন্টা বা অল্প কিছু সময় ! আমি জানি আমি কাটিয়েছি অপেক্ষার সেই প্রহর গুলো ! খুব দীর্ঘ কিছু সময়! তুমি কথা দিয়েছিলে তাই মনটা বড় অপেক্ষা করে ছিল ! একটা বার তুমি ফোন করবে মিষ্টি কিছু কথা অথবা মিষ্টি কিছু আদর মাখা কথা ! আমি অপেক্ষায় ছিলাম ভোর থেকে বিকাল আর রাত পর্যন্ত ! ঘড়ির কাটার প্রতি মুহুর্তের অতিবাহিতের সাথে সাথেই আমি বলেছি নিজের মনকে অথবা মনের অজান্তে লুকিয়ে থাকা কিছু কষ্ট গুলো কে ! বলেছি অনীনদিতা ফোন করবে ! যুদ্ধ করেছি নিজের বিরুদ্ধে ! অনীনদিতা ফোন করবেই ! কিন্তু যুদ্ধে আমার পরাজয় হয়েছে ! ঠিক যেমন টি বারবার পরাজিত হয়েছি টিয়াপাখির কাছে ! কষ্টে পক্ষাঘাতে জর্জরিত করেছিল যেভাবে আমাকে ঠিক তুমিও এগোচ্ছ সে দিকেই .... আমার অপেক্ষা যেন কোন শেষ নাই ! এ প্রহর যেন চলছে ! অতীতে যেমন করেছি এখনি যেমন করছি আর সামনেও করতে হবে ...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।