জীবনটা বড়ই প্যাঁচ খাওয়াইন্না! সিরাতুল মুস্তাকিম বানাইতে চাই.। [ "হে শিশু তোমার মৃত্যু-চিৎকার ওদের আইপড ঠাসা কানে কখনোই পৌঁছাবে না, ওরা সওদা করে হত্যার আতশবাজীর, ওরা পিতার কাঁধে পুত্রের লাশ চাপিয়ে দিয়ে অস্কারজয়ী সিনেমা বানায়, ওরা সারা পৃথিবীতে বিক্রি করে গণতন্ত্র ও স্বাধীনতা নামের আশ্চর্য তাবিজ, ওদের জন্য তোমার নিথর শরীর আর রক্তবন্যা কেবল রঙ্গীন ছবির ক্যামেরার ফ্রেম... গাজার নাম না জানা শিশুরা, তোমাদের প্রান নিয়ে যারা খেলছে আত্মরক্ষার নামে ভিডিও গেমস.. তাদের কেবল অভিশাপ দেই....অভিশাপ দেই এই মেরুদন্ডহীন মানবজন্মকে, পাখী হলেও তো বিষ্ঠা নিক্ষেপ করতাম ওদের নিরেট মাথায়..."] লিখেছেনঃ- প্রখ্যাত উপস্থাপক আবদুন নুর তুষার বার বার এইসব লেখা দেখে কেন বুকটা হুহু করে উঠে... কিছু বলতে গিয়ে জড়িয়ে যায় মুখটা... আর কথা আসে না। কেন জানি না... হয়ত আমি এখনও মানুষ! টিভি-পত্রিকাতে এসব চহবি প্রকাশ হয় না। ইন্টারনেটের কল্যাণে কিছু ছবি দেখেই গলাটা কেমন শুকিয়ে গেলো, চোখে কিছু নোনা জল অনুভব করলাম, কথা বলতে গিয়ে শব্দ হলো না। আবার কেনো জানি না ভাবতে একটু কষ্ট হচ্ছে, আল্লাহ কি সত্যি আছেন, উনি কি কোন শিশুর কান্না শুনতে পান না, কোন বিকৃত শিশুর লাশটা কি কোন ফেরেশতা এসে হিসেব করেন না! আমার কেউ নন তারপর ও আমি আহত হচ্ছি, আল্লাহ তো উনার সকল সৃষ্টকে ভালোবাসেন, নিষ্পাপ শিশুদেরকে আরো বেশি... ইয়া আল্লাহ, তোমার কাছে বিচার চাই, "নিশ্চয়, তুমি মহান এবং ন্যায় বিচারক।"
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।