তরুণদের ভাল কিছু করার আকাঙ্খা যখন তারনা দেয়, একটা দেশ তখনই অগ্রসর হয়। লাইফ জ্যাকেট না নিয়া ইন্টারনেটের মহাসাগরে তুমি নল বা youtube নামক জাহাজে উইঠা জাতি যখন হাবুডুবু খাইতেছিলো তখন কতিপয় ত্রাণকর্তা এই জাহাজের এঙ্কর টাইন্না ধইরা জাতিরে নুন্তা পানি খাওনের হাত থেইক্কা বাচাইছিলো। এখন শান্ত সমুদ্র দেখে তারা সবল এই জাহাজকে পুনরায় Road Permit দিয়ে আমাদের অবাধ যাতায়াতের সুযোগ করে দেয়ায় তাদের কে এই গানটা উৎসর্গ করলাম। গানটা youtube এই আছে। https://www.youtube.com/watch?v=hRZYMNbU5rw কারও মনে দুঃখ দিয়া থাকলে মাফ কইরেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।