কবিতার মাঝে আনন্দ খুঁজে বেড়াই। কে মম ঘুম কারে মোর বিনিদ্র আঁখি থেকে, আঁখি জুরে আজ কার ছবি ভাসে চেয়ে চেয়ে কেন সে মুচকি হাসে, কার লাগি আজ নিশি জাগি জেগে জেগে কার কথা যে ভাবি। আঁখি জোড়া তার ডাকে যে ইশারায় যেন সে কিছু বলতে চায়, যে আঁখি মোরে ডাকে সে কি মোর পথ চাহে? দর্শনে যার আঁখি নাহি চাই তবু আঁখি কেন দিলে মোরে? সদা আঁখি বুজে যারে পাই আজি আঁখি খুলে তারে চাই।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।