ল্যাপটপটা একটু পর হাতছাড়া হয়ে যাচ্ছে, এত দিনের সাধের ডাউনলোড/কালেকশন করা নাটক সিনেমা গান উলটাপালটা হাবি জাবি ব্যাকআপ সব শিফট ডিলিট
মোবাইলটাও তো একটু পর হাতছাড়া হয়ে যাচ্ছে, কোন কোন ম্যসেজ ডিলিট করব ?
কারো কাছে কি টাকা পয়সা সম্পদের ঋনের বোঝা আছে , লিস্ট করা তো বাকী?
মাফও তো চাওয়া হল না অনেকের কাছে, অন্যের দেয়া যে কষ্ট আজও ভুলতে পারি নি, তার চেয়ে বহুগুন বেশী কষ্ট যাদের দিলাম সেই রিয়েলাইজেশনই বা কই? কিন্তু পড়েছিলাম তো, “ততক্ষণ পর্যন্ত কারো ঈমান পরিপূর্ণ হবে না,যতক্ষণ পর্যন্ত না সে চাবে যে,তার ভাই তার আগে বেহেশতে যাক। “ ভাই! ভাই তো! না হলে কম্পিটিশন আসবে কোথা থেকে ? জয়ের উল্লাস বা পরাজয়ের গ্লানি আসবে কোথা থেকে!তাইতো নিজেকে কত সুপেরিয়র ভাবতাম, কতজনের সাথে অবিচার করেছি। আজ তো তারা শোধ নিবে। ইস সময় নেই, গোসল করতে হবে। তারপর পাজামা পাঞ্জাবি পড়ে, আতর মেখে, মাথায় টুপি দিয়ে তজবী নিয়ে জায়নামাযে বসে শেষবারের মত শুধু লম্বা যাত্রার কথা স্মরন করা।
এমন ভাবে স্মরন করা যেমন করে প্রোপোজ করলে “না“ শুনব জেনেও ওর কথা ভাবতাম, কিংবা ফুটবলের ট্রাইব্রেকারের মুহুর্তটা, ক্রিকেটের শেষ বলের রোমাঞ্চের আল্লাহ আল্লাহ বলে ডাকা। পেটে দানা পানি না পড়তে পড়তে যখন একজন সেট ব্যাটসম্যানের মত দোকানে ঝুলানো ক্রিকেট বলকে ফুটবলের মত দেখা। লিফটবিহীন ভবনের ৮ তালা কি এমন কথা মোবাইলে বলতে বলতে নিচে নামলাম যে দরজাতে তালাটা ঠিক মত দিলাম কিনা মনে পরছে না? আর পরীক্ষার হলের পিন ড্রপ সাইলেন্সের মাঝে টিচারে গম্ভীর আওয়াজ “আর মাত্র ১৫ মিনিট বাকি”। কলম চলছে আগের চেয়ে ত্রিপল স্পীডে কিন্তু ১৫ মিনিট ও যে চলে যাচ্ছে ৫ মিনিটেই। হায়রে বিজ্ঞানের রিলেটিভিটি থিউরি!
১ টা রাকাত নামায কি আদায় করতে পেরেছি সেভাবে দুনিয়ার বাকি সব কিছু ভুলে ?
যেই প্রিপারেশন নিয়ে কতদিন সুপারিশের নিমিত্তে কাউকে ধর্না দিয়েছি, সেভাবে প্রিপেয়ারড হয়ে কি আল্লাহর কাছে কিছু চেয়েছি? আর চাইলেও হয়ত ভুল জিনিসটাই চেয়েছি।
কিন্তু এটাও তো পড়েছিলাম যে, “জেনে রাখো, সমস্ত মানুষ জড়ো হয়ে যদি তোমার উপকার করতে চায়, তারা কোন উপকার করতে পারবে না, তবে ততটুকু ব্যতীত যতটুকু আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন। আবার তারা সকলে মিলে যদি তোমার ক্ষতি করতে চায়, তারা তোমার কোন ক্ষতি করতে পারবে না, তবে ততটুকু ব্যতীত-যা আল্লাহ তোমার কপালে লিখে রেখেছেন। কলম উঠিয়ে নেয়া হয়েছে এবং কিতাব শুকিয়ে গেছে। “
শত শত পরীক্ষার ওয়ার্নিং পাওয়া এই লাস্ট ১৫ টা মিনিট টা যে জীবনের শেষ পরীক্ষায়ও খুব দরকার
আল্লাহ তুমিই বলেছ, ‘বল, হে আমার বান্দাগণ! তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ আল্লাহ্র অনুগ্রহ হ’তে নিরাশ হয়ো না; আল্লাহ সমুদয় পাপ ক্ষমা করে দিবেন। তিনি তো ক্ষমাশীল, পরম দয়ালু’ যুমার ৫৩
আল্লাহ তুমি আরও বলেছ
“হে আদম সন্তান, তুমি দুনিয়া ভর্তি গুনাহ নিয়ে যদি আমার কাছে হাজির হও, আর আমার সাথে কাউকে শরীক না করা অবস্থায় মৃত্যু বরণ করো, তাহলে আমি দুনিয়া পরিমাণ মাগফিরাত নিয়ে তোমার দিকে এগিয়ে আসবো”।
আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, ক্ষমা করুন, কবুল করুন, আমিন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।