নেশার লাটিম ঝিম ধরেছে চোখের তারায় রঙ জমেছে এখন কোন দুঃখ নেই নেই কোন ভাবনা এমনি করেই দিন যদি যায়, যাকনা.
ট্রেনিং নিচ্ছে টাইগাররা
রাজধানীর শ্যামলীর একটি বাড়ি থেকে উদ্ধার করা বাঘের তিনটি বাচ্চা দিয়ে সুরু হল র্যাব এর টাইগার স্কোয়াড। এ লক্ষ্যে প্রতিদিন কঠোর অনুশীলন করছে বাঘের বাচ্চাগুলো। ডগ স্কোয়াডের পর টাইগার স্কোয়াড অপরাধী ধরতে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবে বলে বিশেষজ্ঞ্রা আশা করেন।
আট মাস বয়স পর্যন্ত তাদের পার্কের ৬০ হেক্টরের বাঘের বেষ্টনীতে কঠোর অনুশীলন হবে। সেখানে তারা শিকার ও অপরাধী ধরা শিখবে।
এরপর ১৪ থেকে ১৮ মাস বয়সে জুঁই কিংবা জ্যোতি যেকোনো একটিকে নিয়ে সুন্দরবনের পূর্ব বন বিভাগে বনদস্যু ধরার অভিযানে যাওয়া হবে। গহীন বনে যেখানে পুলিশ পৌছাতে পারে না সেখানে বাঘ পাঠিয়ে অপরাধী ধরা হবে।
সুন্দর বনে ছাড়ার পরে বাঘগুলো অপরাধীদের গতিবিধি পর্যবেক্ষণ করে নিয়মত র্যাবকে তথ্য জানাবে। এ ছাড়া সে অন্য বাঘদের সাথে সখ্যতা গড়ে তুলে মানুষ হামলার পরিকল্পনাকারী বাঘদের কৌশলে বন বিভাগের হাতে ধরিয়ে দেবে। সে যদি বনে ভালো কাজ করে তাহলে অন্য দুটিকেও স্পাই হিসেবে বনে ছাড়া হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।