আমাদের কথা খুঁজে নিন

   

আনন্দ-অশ্রুর জন্য অপেক্ষা

জীবনটা বড়ই প্যাঁচ খাওয়াইন্না! সিরাতুল মুস্তাকিম বানাইতে চাই.। আজ আবার খুব করে কাঁদতে ইচ্ছে করছে... কিন্তু আজ কাঁদলে কি হবে, এরকম বহুদিন কেঁদেছি... আরো হয়তো কাঁদবো। কিন্তু আমরা যে আর দুঃখে কাঁদতে চাই না, কয়েক ফোটা সুখে অশ্রু ফেলতে চাই... যেন মুখ বাঁকিয়ে আমারদের "ক্রিকেট বিদ্বেষীদের" বলতে পারি, "দেখ তোরা, আমরাও পারি..."! আমার খারাপ লাগছে, আমার মত কোটি বাংলাদেশির ও খারাপ লাগছে। আমার যেমন খারাপ লাগছে, তেমনি সাকিব-তামিমদের লাগে না ! লাগে নিশ্চয়। কিন্তু আমাদেরতো সাধ্য নেই।

আমরা যে তোমাদের দিকে তাকিয়ে থাকি, সারা জাতি তাকিয়ে থাকে... ঐদিন এক দৈনিকে পড়েছিলাম, এক ফুল বিকিয়ে ছোকরা সাকিবকে পেয়ে তার সবগুলো ফুল দিয়ে দেয়। সাকিব যখন পয়সা দিতে চায় সে বলে, “লাগবো না ভাই, আমার জন্য একটা ছক্কা মাইরেন। ” বলা হয়, “উপমহাদেশে ধর্মের পড় ক্রিকেট। ” কিন্তু আমাদের জাতীয় দলের ক্রিকেটাররা কি আমাদের মত অনুভব করে না? কি জানি, হয়ত না। তোমারা আজ নিশ্চিত “জয়” অথবা “ড্র” কে “পরাজয়ে” পরিণত করলে।

এরকম আরো অনেকবার করেছ, আরও করবে। এখন তোমাদের উপর আমাদের খুব মন খারাপ। আমরা অনেকে তোমাদের নিয়ে অনেক বাজে কথা বলবে। কিন্তু তোমরা ভেবো না আমরা তোমাদের পাশ নেই। মনে রাখবে “শাসন করা তারেই সাজে, সোহাগ করে যে।

” আমরা তোমাদের অনেক ভালোবাসি, অনেক শ্রদ্ধা করি। আমাদের নাওয়া খাওয়া, পড়া-লেখা, কাজকর্ম বাদ দিয়ে শুধু তোমাদের ভালো খেলার জন্য অপেক্ষা করি, জিততে হবে না শুধু ভালো খেলাটা দেখতে চাই। আমরা আশায় আবার বুক বাঁধি, তোমারা আবার দাঁতে কামড় দিয়ে ঝাপিয়ে পড়বে... আমার আমাদের হাসাবে, পুরো জাতিকে এক ঢেউয়ে ভাসাবে... তাই আজ আমি কাঁদবো না... আমি সেই আনন্দ-অশ্রুর জন্য অপেক্ষায় রইলাম... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।