আমাদের কথা খুঁজে নিন

   

এর লাইগ্যা আমার হুজুর চোখে দেখতে ইচ্ছা করে না..

ভালো আছি হেফাজতের লংমার্চে নিশ্চয়ই কয়েক কোটি টাকা খরচ হইছে...এখন একটা কোটি টাকা জোগার কইরা সাভারে পাঠাইলে কি হেফাজতের সমস্যা হইবো ? এত বড় একটা মানবিক দাবি আমাদের সামনে, সেটা বাদ দিয়া আজ চট্টগ্রামে শানে রেসালাত সা. সম্মেলন করাটা কি ফরজ ছিলো...সম্মেলন স্থগিত ঘোষণা করে সম্মেলনের জন্য বাজেটের টাকাটা সভারে পাঠাইলে কি ইসলাম বরবাদ হইয়া যাইতো ? কিছু ব্লাড ডোনেশন আর সংবাদপত্রের পতায় তার ছবি- এইটুকুই কি হেফাজতের করার ছিলো ? লংমার্চের যাত্রীদের জন্য যে সব ব্যক্তি বা প্রতিষ্ঠান পানি, খাবার কিংবা অর্থ দিয়া সাহায্য করেছেন, তাদের কলজে কি এখন শুকায়া গেছে ? এখন টাকা সব গেছে ফুরায়া, না ! পানি নারে ভাই, এখন রক্ত দরকার, মানুষের জন্য... জুনায়েদ বাবুনগরী হুজুর এখনও কর্মসূচী নিয়ে ব্যস্ত, মানুষের জন্য একবারও কেন সাভারে আসেন না ? ইসলামি আন্দোলন কই ? কই তাদের মুজাহিদ কমিটি ? পরের বিরুদ্ধে কুৎসা রটানোর জন্য লিফলেট ছাপানোর টাকা আসে কোত্থেকে তোমাদের ? এখন কয়েক ট্রাক ওষুধ, গ্যাস সিলিন্ডার আর টর্চ পাঠাইতে পারো না ? খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, নেজামে ইসলাম, জমিয়াতুল উলামা, ইসলামি মোর্চা, ইসলামি সমমনা ১২ দল- সব রাজনীতি পাগল হুজুর কাথা মুড়ি দিয়া ঘুমায় । এই ১২-১৫টা দল মিলে ৫টা কোটি টাকা জোগার করার সাধ্য কি তাদের নাই ? নাকি ইসলাম হেফাজত করতে গিয়া সব খরচ হইয়া গেছে ? হরতালে পুলিশের গুলিতে মইরা গেলে এরা শহীদ হয় । লংমার্চের জন্য হাঁটতে হাঁটতে শহীদ হওয়ার বাসনা এনাদের মাথায় গাঁথা থাকে, কিন্তু মানুষের জন্য এক ব্যাগ রক্ত দিতে গেলে, মানুষরে দেয়ালের নিচ থেইকা বের করতে গেলে চাপা মইরা যাবার কথা শুনলে এদের মগজ থেকে যে কত মাসআলা বাহির হয় !.... ....কথাগুলো বলতে বলতে চোখ থেকে পানি ছেড়ে দিলো আমার সেই কম্যুনিজমে বিশ্বসী ফুপাতো ভাই...তারপর একবার চোখ মুছে বললো, বিশ্বাস করেন ভাইয়া, এর লাইগ্যা আমার হুজুর চোখে দেখতে ইচ্ছা করে না...বালের রাজনীতি করে এরা ? আমি কইলাম, কামরুল, এত রাতে প্যাচাল পারিস না তো..ঘুমা অহন...কাল খুব ভোরে উইঠা সাভার যাইতে হইবো...সব কিছু রেডি করছস তো ?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।