আমাদের কথা খুঁজে নিন

   

The White Shadow (1923) ___ হিচককের হারিয়ে যাওয়া মুভি!!!

শূন্য হোয়াইট শ্যাডো ___ একটি হারিয়ে যাওয়া মুভি। ইন টোটাল ছয় রিলের এই মুভিটা হারিয়ে গিয়েছিলো, ২০১১ সালে নিউজিল্যান্ড ফিল্ম আর্কাইভে এটার প্রথম অংশের তিনটা রিল পাওয়া গেছে। ডিরেক্টর Graham Cutts, সাথে এসিস্টেন্ট ডিরেক্টর, রাইটার, এডিটর, প্রোডাকশন ডিজাইনার হিসেবে স্যার আলফ্রেড হিচকক ছিলেন। আগামী ১৫ই জানুয়ারি পর্যন্ত, খুঁজে পাওয়া এই তিনটা রিলের অংশটুকু বিনামূল্যে দেখানোর ব্যবস্থা করেছে আমেরিকান ফিল্ম প্রিজারভেশন সোসাইটি। অনলাইনে এটা যেকোন প্রান্তের যেকেউ দেখতে পারবে।

মুভিটাকে এখন হিচককের মুভি হিসেবে এন্ট্রি করা হচ্ছে। মতবিরোধ সবসময়েই থাকে, এখানেও থাকবে। একটা মুভির পুরো ক্রেডিট ডিরেক্টরকে দেওয়া নিয়ে অতীতকালের বিরোধ চলে আসবে এখানে। মুভিটা সাইলেন্ট এরার মুভি, সেসময়ে তেমন অডিয়েন্স রেসপন্স পায়নি। এখন কি অবস্থা হবে শিউর না যদিও এবং এটা সম্পূর্ণ মুভিও না।

মুভিটা দুই জমজ বোন জরজিনা ও ন্যান্সী কে নিয়ে করা। চারিত্রিক বৈশিষ্ট্যে যারা সম্পূর্ণ আলাদা। জরজিনা গুণী, ন্যান্সী তার বিপরীত জন্ম থেকেই উইদাউট আ স্যোল। একসময়ে ন্যান্সী পালিয়ে যায় বাড়ি থেকে, বোনের এই অসম্মান লুকিয়ে রাখতে জরজিনা তার বোনের ভূমিকায় অভিনয় করতে থাকে। ... ... ... এটা মোটেও হিচককিয়ান মুভি না, এটলিস্ট টেস্ট এমন পাওয়া যাবেনা।

সাইলেন্ট এরার বিখ্যাত সব মুভির সাথে দৌড়ে এটা অনেক পিছিয়ে তবুও হিচককের ছোয়া তো আছে এই মুভিতে পূনরুদ্ধারকৃত এই মুভিটা দেখা যাবে এখানে তথ্যসুত্রঃ গুগল ও লস এঞ্জেল টাইমস কৃতজ্ঞতাঃ ইমরান ভাইয়া  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।