Be silent, or speak something worth hearing Industrial Revolution হয়েছিল ১৮ থেকে ১৯ শতাব্দীর মাঝে যার প্রাথমিক শুরু হয় ১৭৫০ সাল থেকে । এ Revolution হাওয়ার পিছনে দুটো কারন ছিল। ১, বাংলা সাম্রাজ্যর ভরাডুবি যা নবাব সিরাজউদ্দৌলার পরাজয় ও মীর জাফর এর বিশ্বাস ঘাতকতার কারনে হয়ে ছিল ১৭৫৭ সালে । ইংরেজদের বাংলা শাসন আর এ উপমহাদেশ থেকে সম্পদ লুট করে নিয়ে তাদের দেশ এর Industrial Revolution ঘটান । ইংরেজরা এতো প্রচুর পরিমানে বাংলার সম্পদ নিয়ে গিয়ে ছিল যা দিয়ে তারা যা খুশি তাই করতে পারত এ কারনে ইংল্যান্ডকে দেখতে এখন এতো সুন্দর লাগে। কিন্তু মজার জিনিস হল এ সাজানো গোছান রুপ হল এই বাংলার লুট করা সম্পদ । ২, আর দ্বিতীয় কারন হল জামেস ওয়াট এর স্টিম ইঞ্জিন আবিষ্কার ১৭৫০ সালে। কিন্তু wikipedia তে এ কথা গুল লেখা নাই কারন চোর কাখন বলবে না আমি চুরি করেছি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।