আমাদের কথা খুঁজে নিন

   

How did Industrial Revolution happen? সত্যি ঘটনা আমারা কি জানি???

Be silent, or speak something worth hearing Industrial Revolution হয়েছিল ১৮ থেকে ১৯ শতাব্দীর মাঝে যার প্রাথমিক শুরু হয় ১৭৫০ সাল থেকে । এ Revolution হাওয়ার পিছনে দুটো কারন ছিল। ১, বাংলা সাম্রাজ্যর ভরাডুবি যা নবাব সিরাজউদ্দৌলার পরাজয় ও মীর জাফর এর বিশ্বাস ঘাতকতার কারনে হয়ে ছিল ১৭৫৭ সালে । ইংরেজদের বাংলা শাসন আর এ উপমহাদেশ থেকে সম্পদ লুট করে নিয়ে তাদের দেশ এর Industrial Revolution ঘটান । ইংরেজরা এতো প্রচুর পরিমানে বাংলার সম্পদ নিয়ে গিয়ে ছিল যা দিয়ে তারা যা খুশি তাই করতে পারত এ কারনে ইংল্যান্ডকে দেখতে এখন এতো সুন্দর লাগে। কিন্তু মজার জিনিস হল এ সাজানো গোছান রুপ হল এই বাংলার লুট করা সম্পদ । ২, আর দ্বিতীয় কারন হল জামেস ওয়াট এর স্টিম ইঞ্জিন আবিষ্কার ১৭৫০ সালে। কিন্তু wikipedia তে এ কথা গুল লেখা নাই কারন চোর কাখন বলবে না আমি চুরি করেছি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।