বাঙলা কবিতা ঢেউবিভ্রান্তির মধ্যেই মাথা উঁচিয়ে আছে দৃঢ়দণ্ডী পর্বত লোকে দেখছে ভেঙ্গে আছড়ে পড়তে আদতে সেরকম প্রশ্ন একদম অবান্তর সেই শীর্ষদেশে গড়িয়ে পড়ছে আগুন এবং হলুদ রং আর শীতের এই মধ্যদুপুরে টগবগ করে ফুটতে ফুটতে জমাট বরফও হয়ে উঠছে চৈত্রকাল ওটাই সমুদ্র এই দৃশ্যাবলীর আশেপাশে কোথাও নই আমি অধিকন্তু, পরোক্ষ হয়ে আছে বেলাভূমি আর ঝাউবন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।