বাঙলা কবিতা আ ফ্রি কা অপলক নেলসন মান্দেলার মুখ দেখে দেখে কবেই মুখস্থ করে রেখেছি তোমার মানচিত্র আমার প্রিয় শার্টগুলোর অধিকাংশই কালো আর মনোলোভা আমার মাথার ওপরে রাত্রির এই আকাশ ঝুলে আছে তোমার দ্যুতিময় কালো রূপসীদের দুর্দমনীয় কেশরাশি সদ্য উদিত এক চিলতে চাঁদ আমাকে স্মরণ করিয়ে দিচ্ছে ওদেরই ভ্রূ-শোভা কম্পমান তারাগুলো দেখতে দেখতে ভাবছি এভাবেই তো কাঁপতে থাকে অবিস্মরণীয় ওইসব আঁখিপল্লব! মহিয়ান এই রাত্রি সজীব ও সতেজ আজ তোমারই অশ্রু পান ক'রে দুলে উঠছে সারা দুনিয়া এবং আকাশ থেকে গড়িয়ে পড়ছে তোমার নামবৃষ্টি আ ফ্রি কা...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।