আজ ঝরবো সীমাহীন দুখে দুখে হব মলিন। বদ্ধ ঘরে, বিছানা ‘পরে, সঙ্গী-বিহীন। আজ ঝরবো সীমাহীন দুখে দুখে হব মলিন। শূন্য হাতে, খোলা জানালাতে, দৃষ্টি-বিহীন। আজ ঝরবো সীমাহীন দুখে দুখে হব মলিন। দম্ভ করে, মরব জ্বরে, অস্ত্রু-বিহীন। আজ ঝরবো সীমাহীন দুখে দুখে হব মলিন। সাগর তটে, তৃষ্ণায় ফেটে, জল-বিহীন। আজ ঝরবো সীমাহীন দুখে দুখে হব মলিন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।