আমাদের কথা খুঁজে নিন

   

আজকের একটি দৈনিকে প্রকাশিত, হুবহু কপি পেষ্ট লেখা কি নির্বাচিত পাতায় যাওয়ার যোগ্যতা রাখে?

আমি একাই পৃথিবী। সামাজিক যোগাযোগ মাধ্যম http://www.facebook.com/kalponikvalo আমি জানি না সামুতে নির্বাচিত পাতায় লেখা প্রকাশের মানদন্ড কি? কিংবা আদৌ কোন মানদন্ড আছে কিনা সেই বিষয়ে সন্দেহ দেখা দিচ্ছে। দুপুর বেলা সামুতে লগ ইন করে দেখি আজকের প্রথম আলোতে প্রকাশিত একটি ফিচার হুবহু কপি করে প্রকাশ করা হয়েছে। প্রথম আলো তথ্যসূত্র হিসেবে উল্লেখ্য করেছে, হিস্ট্রিডটকম, উইকিপিডিয়া। যিনি প্রথম আলো থেকে লেখাটি কপি করে দিয়েছেন, তিনিও একই তথ্যসূত্র দিয়েছেন।

বেশ কিছুদিন থেকেই আমরা দেখতে পাচ্ছি, এই সমস্যাটি বিরাজ করছে। অনেক ভালো পোষ্টও আমরা যেমন নির্বাচিত পাতায় দেখেছি, তেমনি অনেক মানদন্ডহীন এবং কপি পেষ্ট লেখার কারনে আরো অনেক ভালো পোষ্ট অনেকের নজর এড়িয়ে গিয়েছে। একজন ব্লগার হিসেবে আমাদের কাজ লেখা। কোন একটি লেখায় পড়েছিলাম ব্লগিংকে নাকি বলা হয় নাগরিক সংবাদিকতা। এই কথা যেমন সত্য তেমনি বর্তমানে ব্লগ সাহিত্যচর্চার একটি উন্মুক্ত মঞ্চও বটে।

তাই তো এখানে গুরুত্বপূর্ন অনেক তথ্যের পাশাপাশি নানারকম সৃজনশীল লেখাও চর্চা হয়। আমি নির্বাচিত পাতা বলতে বুঝে থাকি, প্রতিদিন প্রকাশিত শ'খানেক লেখার মধ্যে মৌলিক যে লেখাগুলো লেখনী বা তথ্যের গুরুত্ব ভিত্তিতে সমষ্টিগত সংরক্ষিত হয় এমন একটি পাতাকে। গুরুত্বের উপর ভিত্তি করে পূর্ব প্রকাশিত কোন লেখা সঠিক তথ্যসূত্র উল্লেখ্য করে অবশ্যই প্রকাশ করা যেতে পারে। এবং সেটাও গুরুত্বের উপর বিবেচনা করে নির্বাচিত পাতায় যেতে পারে। তাই বলে, "হোয়াইট হাউসের ভূত! " শিরোনামের একটি পূর্বপ্রকাশিত লেখা কিভাবে নির্বাচিত পাতায় আসলো, সেটা ব্যাখ্য যারা লেখা নির্বাচন করার দায়িত্বে আছেন, তারাই ভালো বলতে পারবে।

যিনি লেখা নির্বাচন এর কাজ করে থাকেন, নিঃসন্দেহে তাকে দায়িত্ব দেয়া হয়েছে তার যোগ্যতা অনুসারে। আমরা যখন এই ধরনের কোন মানদন্ডহীন লেখা নির্বাচিত পাতায় নির্বাচিত হতে দেখি তখন সেই যোগ্যতা নিয়ে সন্দেহ সৃষ্টি হয়। প্রতিদিন এতসব লেখা থেকে ভালো লেখাগুলো নির্বাচন করা নিশ্চয় সহজ কাজ নয়। কিন্তু আমি বিশ্বাস করি, তাদের সেই যোগ্যতা আছে দেখেই তাদের কাজটি দেয়া হয়েছে। কিন্তু, দুঃখের বিষয়, যারা এই লেখা নির্বাচনের কাজ করছেন, তাদের কাজের সেই যোগ্যতার আমরা কোন মানদন্ডই জানি না।

ফলে ফিউশন ফাইভ তাদেরকে কঠিন ভাষায় সমালোচনা করেছিল এবং আমরা সবাই সেই সমালোচনাকে স্বাগত জানিয়েছিলাম। কিন্তু ব্যাপার হচ্ছে, সবাই তো আর ফিউশন ফাইভ নয়, কিংবা এত কঠিন সমালোচনা হয়ত সবাই করতেও চান না। তাই, আমি মনে করি, যারা লেখা নির্বাচনের কাজ করবেন, তাদের সেই কাজের একটি যোগ্যতার মানদন্ড প্রকাশ করা হোক। সেখান থেকে আমরা জানতে পারব, একজন নির্বাচকের দায়িত্ব কি এবং যোগ্যতাও কি কি। আমি মনে করি এতে যেমন নির্বাচকদের দায়িত্ব বা যোগ্যতা নিয়ে প্রশ্ন কম উঠবে এবং হয়ত সেই যোগ্যতার আরো অনেক মানুষ পাওয়া যাবে, যারা কাজ গুলো আরো ভালো ভাবে করতে পারবেন।

অনেক দিন ধরেই নির্বাচিত পাতায় লেখার প্রকাশ পাওয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। ব্লগার তোমোদাচি এই সংক্রান্ত একটি পোস্ট দিয়েছেন, সেখানে জানা আপুও কিছু মন্তব্য করেছেন। চাইলে পোষ্টটি দেখতে পারেন। কেউ আমার কথায় কষ্ট পেলে আমি দুঃখ প্রকাশ করছি। আমি দৃঢ় ভাবে বিশ্বাস করি কারো সাথেই আমার কোন ব্যক্তিগত সমস্যা নেই।

অন্য অনেক ব্লগে একসময় ব্লগিং করেছি। অন্য ব্লগের চাইতে সামু এখনও অনেক ভালো আছে। এখানে সবাই যার যার মত স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করে চলেছেন। সামুর প্রতি আমাদের সবারই একটা মায়া আছে। এখানে সবাই পরিবারের মত ( শুধু মাত্র জামাত শিবির এবং যুদ্ধপরাধীদের সমর্থক ছাড়া)।

তাই আমি চাই আমাদের এই সুবিশাল পরিবারের মান দন্ড আরো বৃদ্ধি পাক। একটি সঠিক জবাবদিহিতা থাকুক। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।