বিষণ্ণ ভালোলাগায়। সয়ে গেছে... তার অবহেলার নিঠুর প্রহরগুলো ফেলে এসেছি নিশ্চুপ যন্ত্রনায় আমাকে এখন আর কেউ আহত করতে পারেনা ফুলের মত স্নিগ্ধ চাহনিতে কেউ আর রাঙাতে পারেনা কোন প্রজাপতি রঙেতে সব রূপ নিয়ে সব সুখ নিয়ে গেছে সে চল পথহীন অজানায় আমি এখন বৃক্ষের মত; বিষণ্ণ মুহূর্তের মত, শান্ত নদীর মত শুধু বয়ে চলি-- নিষ্প্রাণ ভাবনায় এখন কারো আশা হয়ে স্বপ্ন হয়ে প্রতিজ্ঞা হয়ে আমাকে স্পর্শ করার স্পর্ধা নেই এখন আর কোন মুগ্ধতা নেই শুদ্ধতা নেই অজ্ঞতাও নেই আমি হেরে যাওয়া হারিয়ে যাওয়া এক পথিক আমাকে আর কখনও জাগাতে এসো না আমাকে আর রাঙাতে এসো না আমাকে কেউ আর ভালবাসতে এসো না, প্লীজ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।