আমাদের কথা খুঁজে নিন

   

হাফ পাশ নাই !!!! এই কথা মানতে হবে ছাত্রদের......

প্রোপাগান্ডাই গা না ভাসিয়ে সত্য জানার চেষ্টা করুন.... আজকাল এ নিয়ে বড় বিরক্তিতে আছি। আজ বাসে আসতে চেয়ে আবার এ অবস্থা দেখে লিখতে বাধ্য হলাম। রাজধানী ঢাকায় খুব অল্প সংখ্যক বাস ই আছে যারা আসলেই সিটিং সার্ভিস দেয়। কদাচিৎ দাড়িয়ে নেয় তাও দু একজন যা না ধরার মতই। এ বাসগুলো আমি যেগুলোকে চিনি সেগুলো হলঃ দেশ বাংলা, কনক, রুপকথা, বেঙ্গল (নবকলী) ইত্যাদি।

কিন্তু দুঃখের বিষয় এগুলোতে বড় করে লেখা "হাফ পাস নাই" এর পরও অনেক ছাত্র দাবী করে এটার। তাদের কথা এটা তাদের অধিকার। আমার কথা হল তোমাদের যদি এত কম খরচেই যেতে হয় তা হলে কষ্ট করে লোকাল বাসেই যাও। শুধু শুধু এই বাসে উঠে ঝামেলা করছ কেন। আমরাও এক সময় ছাত্র ছিলাম ।

আমরা কষ্ট করে পড়ালেখা করে চাকরী করি। আমাদেরকে অন্তন শান্তিতে চলাচল করতে দাও। কিছু সংখ্যক ভাল বাস আছে ওদেরকে বাধ্য করও না লোকাল হতে। আর বললেই হল না গাড়ী কিনে নেন। ঢাকা শহরের যা অবস্থা টাকা খাকলেই গাড়ীতে চলা অনুচিত আমি মনে করি।

তাতে শহরের যানজট আরো বাড়ে। আপনি একান্ত বাধ্য না হলে গাড়ী নিয়ে রাস্তায় নামা উচিত না। তাই সকল ছাত্রগণের প্রতি আমার অনুরোধ সব বাসে হাফ পাশ দাবী করিও না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।