আমাদের কথা খুঁজে নিন

   

হে উৎসবের হে হে!

বৃটিশ রাজের পদচুম্বনে পাকিদের প্রীতি স্নেহে আমরা সবাই ‌‌'মানুষ' হয়েছি মনে প্রাণে আর দেহে। তাই চিরদিনই মনে হয় ঋণী, ধরি প্রভুদের ধ্বজা বহুজাতি এসে বড় ভালবেসে লুটে নিয়ে যায় মজা, হাতজোড় করে রাত ভোর করে হেসে যাই শুধু হে হে! মামা ধরি আর ধামা ধরি হে হে, মেতে উঠি উৎসবে তেলের মর্ম বোঝে না আঁতেল ধরে যতো খুঁত সবে। জাতে উঠে যদি পাতে পড়ে কিছু তাতে বাধা দেয় কে হে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।