আমাদের কথা খুঁজে নিন

   

রাত পোহাবার আগে, বাতাসে মেলায়

ভুল করেছি,প্রায়শ্চিত্য করবো না, তা তো হয় না কিছু কিছু কষ্ট আছে ক্ষতে কোন মলম লাগে না কারওর শুশ্রুষা নয় গাঢ় মমতায় জেগে থাকা রাত নয় হাওয়া পরিবর্তন তাও নয় সেরে যায়। কিছু কষ্ট নিয়ত পোড়ায় ক্ষুদ্র তুচ্ছ কিছু ফুঁ মেরে উড়িয়ে দেওয়ার মত কিছু কষ্টের ক্ষীণাঙ্গী শরীরেও আগুনের আঁচ থাকে। সেই সব কষ্টগুলো বর্শা বেঁধায় না দুই চোখ অন্ধ করে না কেবল কোথায় কিসব যেন পোড়াতে পোড়াতে করে নিভৃত অঙ্গার কিছু কিছু কষ্ট আছে রাত পোহাবার আগে বাতাসে মেলায় কিছু কষ্ট বাসা বাঁধে ভালবেসে থেকে যায় পুরোটা জীবন। কষ্টের কস্তুরী-তসলিমা নাসরীন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।