টিভিতে এনিমেশনের বিজ্ঞাপন দেখে মনে খুব ইচ্ছে হল এনিমেশনের কাজ করবো। যে করে হোক আমাকে এনিমেশন শিখতে হবে। শুরু হয়ে গেল আমার শিখার অভিজান। নিজে বাসায় বসে বসে বেসিক কিছু শিখে নিলাম। এবার শিখার জন্য বিভিন্ন জাগায় গেলাম কোথায় ভাল শিখা যায়।
কিন্তু খোজ নিতে গিয়ে যা দেখলাম মনে হল সব হল টাকা ইনকামের ধান্দা। আমাকে অনেকে কিছু কিছু প্রতিষ্ঠানের নাম বলেছিল নেট থেকে ফোন নাম্বার নিয়ে ফোন দিয়ে দেখি এ নামে কোন প্রতিষ্ঠান এখানে নেই। আর যা পেলাম তারা ৭২ ঘণ্টা ১২/১৫ হাজার টাকা। কিন্তু কথা হল এত বড় বিষয় মাত্র ৭২ ঘণ্টা। পরে শুক্রাবাদ ডেফডিল এ খোজ নিলাম তাদের এখানে ডিপ্লোমা করানো হয় এনিমেশনের উপর।
টাকার পরিমাণটাও কিন্তু কমনা ৬০,০০০ হাজার টাকা একবছরে। ডেফডিল ইউনিভার্সিটি একটা ভাল নাম রয়েছে কিন্তু তারা এনিমেশন কেমন করায় এ বিষয়ে আমার কোন কিছু যানা নাই। এখান থেকে শিখলে কেমন হবে। আদ কিছু শিখতে পারবো কিনা। প্লিজ আপনাদের এ বিষয়ে যদি কোন কিছু জানা থাকে আমাকে জানাবেন।
যেহেতু কাজ কেমন শিখায় সে বিষয়ে কোণ ধারণা নাই সেক্ষেত্রে সবার মতামত নিয়েই করাই ভাল। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।