কলম চালাই ,এইগুলো লেখার পর্যায়ে পরে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে :) ব্লগের বয়স বছরের উপরে দেখালেও নিয়মিত লিখছি ১৭ আগস্ট ২০১২ থেকে :) নতজানু হয়ে বসে আছি .......... বালুতে গেঁথে গেছে হাঁটু ইঞ্চি কয়েক পেছনে ঝাউবনে প্রলম্বিত দীর্ঘশ্বাস বাতাসে নোনাগন্ধ - বাঁশফুল রঙের সন্ধ্যা নামছে ...................... ভুবন জগত জুড়ে সিঁড়িঘরের মত ধাপ বেয়ে নেমে গেছে ........... পাতালের আঁধারে অতীতেরা বহুদুর - সম্মুখে রেখাজোড়া আকাশ ও সমুদ্র ...... রৌদ্রকরোটিতে মেঘের বেঢপ সিংহাসন পায়ের আঙুলের ভাঁজে নরম চামড়ায় সিক্ত মরুর গম্ভীর বুক ..... ন্যাংটো ছেলের উদ্দামতা সাগরের অস্বচ্ছ নীল পিঠে ..... তবু যেন সে গভীর - বেদিশা - জলদগম্ভীর বালুতে কাঁকড়ার আঁচড়ে যাওয়া - দাগ বসিয়েছে ......................................... কবেকার ? আজ - কাল - গতকাল - নীলকাল - লালকাল .......... ! সাগর সমুদ্র হয়ে ওঠে ! মেঘ সম্রাজ্ঞী ! বাতাস আসে নীরার বরফী শীতল .................... চিবুক ছোঁয়া হাসির মতন শুকনো বালুতে চঞ্চলতার প্রভাব পড়ে ঝাউয়ের শাখায় পুথিপড়া দ্রুত লয় পেতে থাকে বহু ফ্যাদম তলার জলজ গুল্মের ....................... শ্লেষ্মা জড়ানো কথা বাতাসের তোড়ে ছিঁড়ে ছিঁড়ে যায় আমার চারপাশে ঝিঁঝিঁ করে ওঠে নিষিদ্ধ বিদ্রোহের স্লোগানে ঝাঁঝালো হয় পরিবেশ আমার চোখের মনি আঁশের মতন ............. শুকনো ও আঁশটে বেজায় বিপুলের সামনে ক্ষীণ আমি খুব অ - সহায় - হায় ! আমার প্রভু বিধাতা , কোথায় তোমার সেই ভয়ঙ্কর সুন্দর .................................. শুধু শূন্যতা কোথায় ? ( ২৬/০৮/২০০৫ , বালুঘাট , ঢাকা ) অটঃ এটা আসলে আমার লেখা সবচে' দীর্ঘ একটা কবিতার পঞ্চম অংশ । তবে কবিতাটা অর্ধেক অংশে ৯ পর্বে ২২৫ লাইন লেখার পরে আর লেখা হয় নি ! অসমাপ্ত আছে এখনও । একটা অংশ দিলাম । পুরোটা দিলে যে কোন সময় দৌড়ানি খেতে হতে পারে ছবিঃ প্রথমটা বলা যাবে না দ্বিতীয়টা ইন্টারনেট ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।