প্রত্যেক নাস্তিক ও তার নিজস্ব নাস্তিকত্বে আস্তিক,যেমন সকল নাস্তিক ই বলে আল্লাহ নাই ভগবান নাই,আমরা বান্দর থেইক্কা মানুষ হইছি ইত্যাদি কিন্তু এইটাও যে নাস্তিকতার আস্তিকতা সেইটা কি তারা বুঝে!! ভব মাজারে রইনু একা ভবের সাথে চলছে খেলা ভবের ভাবে ডুবে ডুবে কাটছে আমার সারা বেলা।। মনের মাঝে দানব আছে ঘুরছে দিবা রাতি মন আমারে সব দিয়াছে জ্বলছে ঘরে বাতি সবার মাঝে খুঁজি তোমায় এই মিলে এই মেলে না পেয়েও তোমায় পাইনা কেন মনটাতে তাই যাতনা ভব মাজারে রইনু একা ভবের সাথে চলছে খেলা ভবের ভাবে ডুবে ডুবে কাটছে আমার সারা বেলা।। সব ছেড়ে তাই নিজের ভেতর খুঁজি তোমায় সারাক্ষন কোলাহলে থেকেও আমি আনমনা আনমন ওগো দয়াময় দাও না দেখা হৃদয়টা দাও খুলে তোমার দয়ায় এই জগতে ভাব টা যাই ভুলে ভব মাজারে রইনু একা ভবের সাথে চলছে খেলা ভবের ভাবে ডুবে ডুবে কাটছে আমার সারা বেলা।। একি গান লিখলাম নাকি!!আমি অবাক!!সবাই মাপ কইরা দিয়েন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।