আমাদের কথা খুঁজে নিন

   

ছবি ব্লগ বান্দরবান ভ্রমন এর খুটিনাটি: নীলগীরি থেকে জাদীপাই ঝরনা: পর্ব ০১- নীলগীরি

কিবোর্ড নস্ট তাই লিথতে পারি না। আমরা কমবেশী সবাই প্রকৃতির ছবি দেখতে বা প্রকৃতির অপার রুপ দেখতে ভালবাসি বা দেখে মুগ্ধ হই। আমার সাম্প্রতিক বান্দরবান ঘোরার অভিঙ্গতা এবং ছবি তাই আপনাদের সাথে শেয়ার করলাম বা করবো। কিভাবে কোথায় যাবেন, কোথায় গেলে কিরকম পরিবেশ বা আবহাওয়া পাবেন, কোথায় থাকতে পারবেন এবং সম্ভ্যাব্য খরচ কত হবে তানিয়ে। লেখা না বাড়িয়ে শুরু করি আজকের পর্ব ০১- নীলগীরি প্রথমে নীলগীরির কিছু বর্ননা দেয়া প্রয়োজন: নীলগীরির উচ্চতা: সমূদ্র সমতল থেকে ৩৪৬০ ফুট উপরে মেঘের রাজ্যে নীলগীরি-এর অবস্থান।

নীলগীরির দূরত্ব: বান্দরবান শহর থেকে প্রায় ৪৬ কিঃমিঃ। শৈলপ্রপাত ও চিম্বুক ছাড়িয়ে থানচী যাওয়ার পথে পড়বে নীলগীরি। সারাদিন দেখবেন এখানে মেঘের খেলা। মেঘ ঘিরে থাকবে আপনাকে। সে এক অন্যরকম অনুভুতি।

পালনকর্তা আমাকে যে চোখ দুটি দিয়েছে তা দিয়ে তার রহস্যময় সৃষ্টি এবং সৌন্দর্য উপভোগ করলাম। ছোট বড় শত শত পাহাড় পেরিয়ে আপনাকে যেতে হবে নীলগীরিতে, যখন গাড়ীতে করে রাস্তা চলা শুরু করবেন তখন মনে হবে জানে পানি নেই। এই বুঝি শেষ হলাম। কখনোও ১০০০ ফুট, কখনোও ১৫০০ ফুট বা কখনোও ২০০০ ফুট উপরে উঠছেন গাড়ীতে করে আবার নামছেন গাড়ীতে করে। সুরু এবং আকাঁবাকা রাস্তা।

আমারতো তেমন অনূভূতিই হয়েছে। তবে পৌছার পর ভাবলাম কি সুস্দর এবং সাংঘাতিক রাস্তা। গিয়ে দেখলাম অপার সৌন্দর্যময় এক পরিবেশ। এখানে আর্মিদের তৈরী একটি রেষ্ট হাউজ রয়েছে যাতে ১৪-১৬ টি রুম রয়েছে। আছে একটি কটেজ।

থাকতে হলে পারমিশন নিতে হয় হেডকোয়ার্টার থেকে। নীলগীরি নামকরনের সার্থকতা খুজে পেলাম । আশেপাশের সমস্ত পাহাড় নীল চাদরে আবৃতি করা । পাহাড়গুলি দেখে মনে হয় নীলদেশে এসে পৌছালাম । মেঘগুলি অনেক নীচ দিয়ে চলে যাচ্ছে ।

এযেন এক স্বর্গ, বাংলাদেশের মাঝে অন্য এক বাংলাদেশ । পাহাড় আর পাহাড় । ছবিব্লগ: মনে হচ্ছে টিকটিকিটি লাঠি কামড়ে আছে সাথে তো প্রাকৃতিক সৌন্দর্য আছেই দূরে মেঘকেও মনে হচ্ছে অসংখ্যা পাহাড় পাহাড়ের চূড়ায় আকাশ ঘেষে কটেজ পাহাড়ের নীচে অর্থ্যাৎ পাহাড়ের চূড়ার নীচে ঘন সাদা মেঘের খেলা নীলগীরির একটি কটেজ সুযোগে আমার ও আমার বন্ধুর ছবি একখান দিয়া দিলাম মেঘে ঢাকা পাহাড় নীলগীরির সৗন্দর্য নীলগীরির সৗন্দর্য নীলগীরির সৗন্দর্য নীলগীরির সৗন্দর্য নীলগীরির সৗন্দর্য নীলগীরির সৗন্দর্য নীলগীরির সৗন্দর্য হা হা হা সুযোগে এবার আমার একা একটি ভাবমারা ছবি দিলাম নীলগীরির সৗন্দর্য নীলগীরির সৗন্দর্য নীলগীরির সৗন্দর্য নীলগীরির সৗন্দর্য নীলগীরির সৗন্দর্য নীলগীরির সৗন্দর্য নীলগীরির সৗন্দর্য নীলগীরির সৗন্দর্য নীলগীরির সৗন্দর্য নীলগীরির সৗন্দর্য নীলগীরির সৗন্দর্য নীলগীরির সৗন্দর্য নীলগীরির সৗন্দর্য আমার পিছনে পাহাড় মেঘ ও রোদের খেলা। কাচা হাতে লেখা ও বর্ননা ভূল হতে পারে। নিজ গুনে ক্ষমা করবেন।

চলবে........................................................... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।