আমাদের কথা খুঁজে নিন

   

♪♪♪ প্রণয় সুখে প্রলয় জ্বালা, প্রজ্জ্বলিত যাত্রাপালা।♪♪♪

পরিশুদ্ধি করণ !!নিজেকে শুদ্ধ করণ !! ♪ প্রণয় সুখে প্রলয় জ্বালা, প্রজ্জ্বলিত যাত্রাপালা।♪ এই লাইনটা মাহবুবুল আজাদ ভাইয়ের !! দিশাহারা রাতের চোখে ধ্রুমজাল , সোডিয়াম আলোয় বিমূর্ত আর বিষন্নাতায় ভড়া, আসি আসি শীতে উলের চাদর উষ্ণতার অভাবের থেকে তোর চোখের অনাদরে আমি বেশি শংকিত !! আশাবাদী রাতের চোখে অনাবিল মুদ্ধতা -- অতঃপর সময় অসময়ের বৈরিতা উপেক্ষা করার দৃষ্টতায় পথ পথ অসীম -সম সময়ের মাথা ঠুকা ঠুকি করতে থাকে নিরব লাল চোখ - ! প্রশ্নবিদ্ধ হয়ে শুধুই বলে যায় -- সময় কি সাম্যবাদী নয় ! অসময় কি আকাঙ্গার মৃত্যু ঘটায় !!! উন্মাদ হই !!! বদ্ধো পাগল !! কিছুটা বিস্ময় কর !! কিছুটা হতাশ !! হুতুম পেচাঁর মতো দিনের আলোয় , নিজেকে আড়াল রাখা !!! অজ্ঞাতনামা , বেওয়ারিশ হয়ে ঝুলছে মনের দূয়ারে প্রতিচ্ছবি হয়ে - অন্তহীন অবিনশ্বর মায়ায় বিমূঢ় হয়ে বিধেঁ আছে হাফ হাতা জামার বাম পাশে !! তবুও তুই !! অজ্ঞাত থাক ! ভালোবাসার নীল পায়রা হয়ে !! না মানা পশ্চিমের আলো , ট্রাফিক জ্যামে জমে থাকা সভ্যতার মতো শীর্ণ-জীর্ণ হয়ে থাকা এক বালক !!! অবশেষে ভালোবাসার ঘোরে বিভর হই !!! হারানো সুরে !! ---- কিতা লিখলাম জানি না -- ফেইসবুকে স্টাটাস যোগ করে দিলাম সামুতে হিহিহি !! তোমাকে ভালোবাসার কথা বলতে গিয়েও কতবার যে আমি সে কথা বলতে পারি নি সে কথা আমার ঈশ্বর জানে !! তোমার অপেক্ষায় অধীর হয়ে থেকে কত যে গালি দিতে মুঞ্চাইছে কিন্তু পারিনি সে কথা আমার ঈশ্বর জানে !! ভেবেসি তুই আসবি তাই ফেইসবুক অনলাইন করে রেখেছি - ভেবেসি তোকে মেসেজ দেই - ভেবেসি তোকে পোক মারি ! ভেবেসি এই তো আসবি আসবি কিন্তু সে অপেক্ষার প্রহর যে তোর প্রোফাইল বারবার দেখাবে সে কথা কে আর জানবে আমার ঈশ্বর জানে !! তোরে ফোন কইরা কইসা বকা দিতে মুঞ্চাইতাছে - কিন্তু পারি নাই বারবার নাম্বার কন্টাক নাম্বারে গিয়ে ফিরে এসেছি সে কথা আমার ঈশ্বর জানে !! তোকে এসএমএস দিবো বলে সব লিখেও সর্ব শেষ আর সেন্ড বাটন আর কাজ করে নি সে কথা তুই জানস না আমার ঈশ্বর জানে --লুল ---নী গুন দার এর নকল ভার্সন বাই আমি  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।