আমাদের কথা খুঁজে নিন

   

।। আয়না ।।

বাঙলা কবিতা আদিতে, মানুষকে অভিশাপ দিয়েছিলো এক দেবী এবং তার বাস্তবায়নে দৈববলে ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলো চতুর এই আয়না। সেই দেবীর নাম আমরা মনে রাখতে পারিনি; কিন্তু সকলেই আকার ও আকৃতিভেদে গৃহে গৃহে বয়ে বেড়াচ্ছি জাদুর আয়না; বংশ পরম্পরায়। রোজ সকালে, ঘর ছাড়ার আগে ওই আয়নাই পেছন থেকে টেনে ধরে আমাদের শার্ট আর দেহ থেকে খুলে নেয় প্রকৃত মুখ; পরিবর্তে একটা মুখোশ পরিয়ে দেয়। বাইরে এসে, কেউ আর চিনতে পারি না কাউকে, এমনকি, নিজেও নিজেকে নয়; ভেতরের অনুভব দিয়ে আমরা কেউই ছুঁতে পারি না সহগামীর অনুভূতি। ঘরে ফিরে আয়নার কাছে দাঁড়িয়েই কেবল যার যার প্রকৃত মুখ পুনস্থাপন করতে হয় পুরাতন দেহে; তাও আবার ফেরত নিতে জানলে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।