সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই!!দুনিয়ার মজদুর এক হও,হাতে হাতে অস্ত্র তুলে লও। রাজাকার ও মীরজাফর মুক্ত বাংলা চাই,সব মানুষের সমান অধিকার চাই। ।
তখন ছিল গভীর রাত্রিবেলা
মনের মাঝে স্বপ্ন করছিল খেলা।
নিদ্রা ছিল না আমার দু'চোখে
নবশিহরণ উদ্বেলিত করছিল আমাকে।
এ সময় বিছানা ছেড়ে জানালা খুলি দেখি
বাইরে ঘোন অন্ধকার মাঝে মাঝে ডাকছে পাখি।
আমি এত অন্ধকার দেখে হলাম অবাক
আঁধারের মাঝে শুনতে পেলাম কার ডাক!
আমি ভীতু হলাম প্রকৃতির রূপ দেখে
কে যেন নাম ধরে’ ডাকছে আমাকে!
আমি বিস্ফোরিত চোখে চারিদিকে তাকালাম
আমি আঁধারের মাঝে এক মেয়েকে দেখলাম।
আমি ভাবলাম,এটা কি বাস্তব নাকি স্বপ্ন!
আমি জীবনে দেখিনি এমন মুগ্ধকর লগ্ন।
আমি দু’পা বাড়াতে এক মেয়েলি কণ্ঠ বলল,দাঁড়াও:
:আগে নিজের পরিচয় দাও,তারপর আমার দিকে তাকাও।
:আমি আবির,ঐ বাড়িটা আমার
কিন্তু তুমি কে?কেন চারিদিকে এত আঁধার?
:হে পৃথিবীর মানুষ,তোমার এত বড় সাহস!
তুমি জানতে চাও আমার পরিচয়?
তোমার মনে নাই কী একটু ভয়!
:আমাকে ক্ষমা করো,তুমি মানবী,নাকি দেবী!
তুমি কোথায় থেকে এসেছ এ পৃথিবী?
আমি স্বর্গের এক সুন্দরী পরী
অমাবস্যা রাতে আসি আমি ধরত্রী।
:অমাবস্যা রাতের কথা অনেক শুনেছি
আজ অমাবস্যা রাতকে স্বচক্ষে দেখছি।
:আমি প্রতি অমাবস্যা রাতে খুঁজি সত্যিকার দেবতা
আমাকে মুগ্ধ করেছে তোমার প্রতিটি কথা।
আমি যদি তোমাকে চাই,তুমি কি আমার হবে?
আমি তোমার সাথে প্রেম করব এ ভবে।
আমি পরীর কথায় তার দিকে তাকালাম
আমি আমার সম্মতির কথা তাকে জানালাম।
:আমি তোমাকে ভালোবাসব কিছু শর্তে
তুমি কি পারবে আমার সাথে মরতে?
:আমি বললাম,তুমি যা চাও তাই হবে
শুধু বলো:আমি তোমাকে পাব কবে?
:সে বলল,আমি তো শুধু তোমারি
মুছে ফেল সব দু'চোখের বিরহ-বারি।
আমি পরীকে বুকে জড়িয়ে ধরলাম
তার কামরাঙা অধরে চুমু খেলাম।
:সে বলল,ওরে নির্বোধ,ওরে নরাধম-অবুঝ
খুলে ফেল আমার শাড়ি,পেন্টি,কাঁচুলি,ব্লাউজ।
আমি সলজ্জভাবে খুলে ফেললাম তার সব বসন
তার সাথে হলো আমার সুখের সঙ্গম।
:সে বলল,তুমি আমার প্রেমের দেবতা
তুমি আজীবন লিখবে প্রেমের কবিতা।
আমি তার হাতে হাত রেখে নিলাম বিদায়
সে কথা দিলো,আমার পাশে থাকবে সবসময়।
। ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।