পায়ের নিচে কষ্ট পাড়াও! 'জ্যান্ত-কবর' দুঃখ কে দাও! চোখ থেকে 'জল-অশ্রু' তাড়াও; বিষ না খেয়ে; শ্বাসটা বাঁচাও... ওর চেয়ে তুমি 'বহুৎ' ভালো!! দেখতেও সে 'বিশ্রী-কালো'!! বিষের দিনে 'আগুন' জ্বালো!! 'দুখ্-স্মৃতিতে' 'মূত্র' ঢালো!! নরম 'হৃদে' কোপাও জোরে!!! 'পাথর' হবে 'ছ্যাঁচার' পরে; পাথর 'হৃদের' বিষম 'চড়ে', আজ টপাটপ কষ্ট মরে... জন্তু গুলোর মৃত্যু শেষে; 'বীরবিক্রম' সুখের দেশে, 'রাজ' করে নাও সুখীর বেশে- জীবন কাটাও ''অট্টহেঁসে''!!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।