১. : সিরিয়ায় বিদ্রোহীদের নতুন জোটের নতুন নেতা দামেস্কের সাবেক ইমাম মউজ আল খতিব :
সিরিয়ার বিরোধী দলগুলোর নতুন জোট, ন্যাশনাল কোয়ালিশন ফর অপজিশন এ্যান্ড রিভ্যুলশনারী ফোর্সেস এর নেতা নির্বাচিত হয়েছেন, মউজ আল খতিব। কাতারের রাজধানী দোহায় বাশার আল আসাদ বিরোধী দলগুলোর এক সভায় সর্বসম্মতভাবে তাকে নির্বাচিত করা হয়। বায়ান্ন বছর বয়স্ক খতিব, দামেস্কের ঐতিহ্যবাহী মসজিদ উমায়েদের ইমাম হিসেবে বহুদিন দায়িত্ব পালন করেছেন। প্রেসিডেন্ট বাশার আল আসাদের ঘোর সমালোচক হিসেবে পরিচিত এ ধর্মীয় নেতা কয়েকবার কারাভোগ ও করেছেন। সরকার বিরোধীদের নির্মূলে সরকার অভিযান শুরু করলে, গেল জুলাইয়ে মিশরে আশ্রয় নেন, খতিব।
দায়িত্ব গ্রহনের পর এক বক্তব্যে, বিভেদ ভুলে সিরিয়ার সব মানুষকে এক কাতারে দাড় করানো হবে বলে মন্তব্য করেন, তিনি।
এদিকে, সিরিয়া জুড়ে চলছে সরকার ও বিদ্রোহীদের মধ্যে তুমুল সংঘর্ষ। শনি ও রবিবার দেশটিতে দু-পক্ষের পাল্টাপাল্টি হামলায় দেড় শতাধিক মানুষ নিহত হয়। বিভিন্ন তথ্যমতে ২০১০ সালের মার্চ থেকে এখনও পর্যন্ত দেশটিতে ৩৮ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে অন্ত:ত ১লাখ মানুষ।
আর চলমান এ সংঘাতে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে কয়েক লাখ মানুষ।
২. : বিক্ষোভের মধ্যে গ্রীসের পার্লামেন্টে ২০১৩ সালের বাজেট পাশ:
বিক্ষোভের মধ্যে ২০১৩ সালের নতুন বাজেট প্রস্তাব পাশ করেছে গ্রিসের পার্লামেন্ট। পার্লামেন্টে এক ভোটাভুটিতে ৩০০ সদস্যের মধ্যে ১৬৭ ভোট পেয়ে বিলটি পাশ হয়। অর্থনৈতিক মন্দার মধ্যে থাকা দেশটির নতুন এ বাজেটে চাকরীজিবিদের বেতন ও পেনশিয়ান কমানো হয়েছে। জোর দেয়া হয়েছে বিদেশি সাহায্যের উপর।
এর আগে অর্থনৈতিক মন্দা কাটাতে চল্লিশ বিলিয়ন ডলারের ঋণ সুবিধাসহ এ বিলটি পাশ না হলে ইউরো থেকে গ্রিসকে বের হয়ে যেতে হবে বলে মন্তব্য করেন, দেশটির প্রধানমন্ত্রী এ্যান্তোনিস সামারাস। এদিকে, এ বাজেটের বিরোধীতা করে রাজধানী এথেন্সে বিক্ষোভ করেছে ১০ হাজারের ও বেশি মানুষ।
৩. কয়েকঘন্টার ব্যাবধানে দ্বিতীয় দফা ভূমিকম্পে কেঁপে উঠলো মিয়ানমারে উত্তরাঞ্চলের মান্দালয় শহর।
আজ সকালে দ্বিতীয় বারের মতো কেঁপে ওঠে মান্দালয় শহর। আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে বের হয়ে আসে মানুষ।
শহরের ১৩৫ কিলোমিটার দুরে আর ভূ-পৃষ্টের নয় কিলোমিটার নিচে এ ভূমি কম্পের মাত্রা ৫.৬।
বিবিসি, আল জাজিরা ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।