আমাদের কথা খুঁজে নিন

   

অসাড় প্রেমানুভুতি

আমি কেবলই আমার মতো নিষ্ফল ভালোলাগাই যদি হয় অভিশাপ এসো ধ্বংস হই কীট-পতঙ্গের মতো এসো পুড়ে ভস্ম হই নরকের আগুনে নিষ্কাম প্রেম যদি হয় অভিশাপ এসো মাইকেলের খেদ নিয়ে মরনকে স্বাগত জানাই এসো জীবনানন্দের রেললাইনে পা দিই নির্জলা মিথ্যাচার যদি প্রেম হয় এসো নজরুলের স্বতঃস্ফূর্ততায় হারিয়ে যাই এসো রুদ্রের অহংকারে ঢুবে যাই এসো প্রেমহীন অভিশপ্ত দুনিয়ার কোলাহলে সমুদ্র সফেনের নোনাজলে দেবজ্যোতির হীরকখন্ড নয়, মাটির কলস গলায় ঝুলিয়ে মাটির দেহ ভাসিয়ে দিই। এসো এসো অন্ধকারে প্রেমস্নান নয় নতুন পৃথিবীর আলোতে জ্যোতির্ময় প্রেমরাজ্য গড়ে তোলি যদি পারো তবে হৃদয়ের দহন অস্বীকার করো তুলির আঁচড়ের কষ্ট ভুলে যাও এসো এসো ওপাড়ে যাই। স্বর্গত্যাজ্য হও নতুবা স্বর্গরাজ্য বানাও আপন সীমায়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।