আমাদের কথা খুঁজে নিন

   

এই দেখনা কত হাঁসির খবর বলে যাই ।

কক্সবাজারের বৌদ্ধপল্লী সফররত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘সাপ হয়ে দংশনের পর ওঝা হয়ে ঝাড়ার’ খেলা বন্ধ করতে বলেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বিরোধী দলীয় নেতাকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, “বাংলায় একটা কথা আছে না- সর্প হয়ে দংশন করে ওঝা হয়ে ঝাড়ে... আমি বিএনপি নেত্রীকে বলব- আপনি সর্প হয়ে দংশন করেন আর ওঝা হয়ে ঝাড়েন। এই খেলাটা বন্ধ করেন। ” “বাংলার মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলবেন- তা আর আমরা দেব না। বাংলাদেশের গণতন্ত্র সুরক্ষিত এবং গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে”, যোগ করেন শেখ হাসিনা।

পৃথিবীর বুকে আমরা খুবই ভাগ্যবান এক জাতি । দারিদ্র্য , দুর্যোগ , দুর্নীতি , জনসংখ্যা ইত্যাদি সমস্যায় জর্জরিত হলেও আমাদের বিনোদন এর কোনও অভাব নেই । বাঙ্গালী জাতি হাসতে জানে , হাসাতে জানে । চরম দুরাবস্থার ভিতরও বিনোদন নিতে ও দিতে জানে । আমাদের সৌভাগ্য এতটাই যে কৌতুক অভিনেতা কাজল , পাপ্পু , প্রয়াত দিলদার , ফজা , টেলিসামাদ এর পাশাপাশি আমাদের দেশ ও জাতির প্রতিনিধিত্বকারী মাননীয় প্রধানমন্ত্রী ডঃ হাসিনা ওয়াজেদও নিরলস আমাদেরকে বিনোদন দিতে ব্যাস্ত ।

তিনি মুখ খুললেই সমগ্র জাতি নড়েচড়ে বসে বিনোদন এর আশায় , এই বুঝি তিনি কোন লুল পড়া বানী দিলেন । সর্বশেষ "মুই কার খালুরে " শীর্ষক বানীর পর ওঝা ও সাপ বিষয়ক বানী দিয়ে তিনি লুলের ভাণ্ডারই ভারি করলেন । নভেম্বর এর ইষদ শীত এর ভিতর জাতিকে হাঁসিয়ে গরম করার তার এই প্রয়াস কে জানাই লুলীয় সালাম । পেট চেপে হাঁসতে হাঁসতে সুধু এটুকুই বলতে পারি " উই কান্ট টেক ইট এনিমোর , গিভ ইট এ ব্রেক বেব " ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।