আমাদের কথা খুঁজে নিন

   

কেউ কথা রাখে না

কবিতা মনের কথা বলে। এটা এক অদ্ভুত জায়গা,কেউ কারো সাথে কথা রাখে না, মানুষকে বিভ্রান্ত করাই এদের কাজ, এরা মানুষ রূপি এক একটা হায়েনার মত। দিনের বেলায় ভাল মানুষের চেহারাটা আর, রাতের বেলায় সাঁজে কালো বিড়াল। এরা রাজনীতির বেড়া জালে চলা এক অকালপক্ক। মানুষের হক কেড়ে নিতে এরা বদ্ব পরিকর, এরা কখনো হাঁসে কখনো কাঁদে এ যেন এক পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই নয়।

মানুষের ভাগ্য নিয়ে খেলে ছিনিমিনি খেলা, গরীবের হক কেড়ে ,নিজেদের ঘরে বসায়- নতুন বানিজ্য মেলা। এরা কথা দেয় কিন্তু কথা রাখে না, রাজনীতির মুখোশ পড়ে চালায় হাজারো বায়না। রাস্তা গড়ে,পাহাড় কাটে,খাল কেটে কুমির আনে, সাগর জলে ভাঁসায় বাণে,এরা জানে না। ক্ষমতার দ্বন্ধে অন্ধ,কাউকে চিনে না, লুটেপুটে খাবার বেলায় এরা সবাই হায়েনা। এরা কেউ কথা রাখে না।

এটাই মোদের রাজনীতির প্রকাশ্য আয়না, এই আয়নায় সবাই নাকি চোখে দেখে না, কারন এরা কেউ কথা রাখে না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।