হে মহান হেফাজতি এবং জামাতিগণ !
হে জ্ঞান তাপস মাওলানা রুহী !
আপনি আমার জ্ঞানচক্ষু উন্মিলীত করিয়াছেন । ভবন ধস যে আসলে গজব ছিল তা বুঝিতে পারি নাই । আপনি না বলিলে বুঝিতে পারিতাম না । আপনি বুঝাইলেন যে, এই দূর্ঘটনা প্রকৃতপক্ষে গজব এবং ইহজাগতিক পরীক্ষার অবিচ্ছেদ্য অংশ । এই নাস্তিক অবাধ মেলামেশা করা গার্মেন্টস শ্রমিকেরা দৈনিক পনের ঘন্টা একসাথে অপকর্ম করে এবং মাসশেষে পাঁচহাজার টাকা পাইয়া থাকে যা পার্থিব ভোগবিলাসের ব্যাবস্থায় সহায়তা করে ।
তাহারা গ্রামে টাকা পাঠায় ব্যাংকের মাধ্যমে যা সম্পূর্ণ হারাম । তাছাড়া তাহারা বেতন পাইয়া মাঝে মাঝে হলে যাইয়া দুই একটা বাংলা সিনেমাও দেখিয়া থাকে । তাহারা প্রকৃতপক্ষে কঠিন অপরাধী এবং এ ধরনের থেঁতলাইয়া মৃত্যুর উপযোগী। তবে মূলত এ পরীক্ষার পরীক্ষার্থী ছিলেন জনাব রানা এবং সরকার । তাহারা এ পরীক্ষায় ফেল মারিয়াছেন ।
তাই এ গজব নাযিল হইয়াছে । তবে সরকার ও প্রধান পরীক্ষার্থী চাপা না পড়িলেও সাধারণ পরীক্ষার্থীরা চাপা পড়িয়াছে । বৃথা যায় নাই । স্বচ্ছ এবং আন্তর্জাতিক মানের এ গজব সফল হইয়াছে। রডে রডে ফুঁড়িয়া এবং চাপা পড়িয়া এ গজব কার্যকর হইয়াছে ।
এমনকি গর্ভবতী মা এবং ছোট শিশুও রেহাই পায় নাই । গজব সমভাবে বন্টিত হইয়াছে ।
হে গজব প্রতিনিধি !আপনার এ ব্যাখ্যায় আমরা সন্তুষ্ট এবং পরিতৃপ্ত । আপনাদের গজবের জয় হউক । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।