আমাদের গোলামির দলিল অনেক লম্বা। বাঙালিরা ভিনদেশী শোষকদের গোলামী করেছে হাজার বছর। এই লম্বা গোলামির ফর্দ থেকে আমাদের উদ্ধার করেছে ৫২র ভাষা আন্দোলন , ৬৯এর গণ অভ্যত্থান এবং ৭১ মুক্তিযুদ্ধ। হাজার বছরের ইতিহাস আর গোলামির বীজ ধুয়ে মুছে শেষ করতে অন্তত আরও শ খানেক বছর তো লাগবেই। তবে আজ যে যাত্রা সুরু হয়েছে ৭১এর গোলাম বাহিনী এবং তার অনুসারীদের পিটানোর মাধ্যমে, যদি এই ধারাবাহিকতা সচল থাকে তবে হয়ত সেই দিন খুব বেশি দুরে নয় যে দিন আমরা গোলাম মুক্ত বাংলাদেশ পাব যেখানে হিনা রাব্বানী দের আগমনে মগবাজারে মিলাদ মাহফিল হবে না , চায়নায় বৃষ্টি হলে ঢাকায় কেউ ছাতা ধরবেনা কিংবা মস্কোয় তুষারপাত হলে ঢাকার রাস্তায় কেউ রক্ সল্ট ছিটাবে না। কবি বলেছেন.... জামাতির চাঁদ তারা , বাম দের লাল পা চাটা গোলাম ওরা ভিনদেশী দালাল ....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।