প্রজাপতিটা ঘরে ঢুকে পড়েছিল। আমি বললাম, প্রজাপতিনী। বাংলা শব্দেকাষে হতে পারে আমিই যুক্ত করলাম এই স্ত্রীবাচক শব্দ_ প্রজাপতিনী। যাই হোক, মিস প্রজাপতিনীকে নিয়ে দুটো কবিতা লিখেছি। ৯ নভেম্বর প্রথম আলো ও ইত্তেফাকে ওদুটো ছাপাও হলো অন্যান্য কবিতার সঙ্গে। কিন্তু প্রজাপতিনীর কি হলো? অনেক প্রিয়জনই জানতে চেয়ে ফোন করেছেন, মেসেস করেছেন, বলেছেন, 'প্রজাপতিনী কেমন আছেন? কি খাচ্ছেন, ঘুমুচ্ছেন কি না' ইত্যাদি। আজ সন্ধ্যায় আজিজের সামনে, জাদুঘরের কোণায় হঠাৎ দেখা অভিনেতা-নির্দেশক আজাদ আবুল কালামের সঙ্গে, প্রসঙ্গক্রমে তিনি প্রথম আলোতে ছাপা প্রজাপতিনীর কথাও তুললেন। এত কথা যাকে নিয়ে, সেই প্রায়পাখি, সেই প্রজাপতিনী এখন কোথায়, আমি জানি না। আড়াইদিন পর ঘরে ফিরে তাকে আর দেখছি না। গেল কোথায়, আমার পঙ্খি, প্রজাপতিনী?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।